CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

'আমি রাজি' কমেন্ট করে রংপুরে গণপিটুনিতে আহত আ'লীগ নেতা

#
news image

রংপুরে 'আমি রাজি' কমেন্ট লেখায় গণপিটুনির শিকার হয়েছে এক আওয়ামী লীগ নেতা। এসময় ওই নেতাকে রক্ষা করতে এসে তার মা-বাবা,ভাই-ভাতিজা সহ ৮জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও প্রতিপক্ষেরও আহত হয় আরও ৩জন। বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গণপিটুনির শিকার মোস্তাফিজার রহমান লেবু(৪৮)।

তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের আদমপুর গ্রামের আলহাজ্ব আতোয়ার রহমানের ছেলে। সেই সাথে আদমপুর জামে মসজিদের অর্থ সম্পাদক এবং আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 


ফেসবুক পেজে এক ললনার ছবি'র ক্যাপসনে লেখা ছিল 'আমার সাথে কেউ প্রেম করবে'।এমন চমকদার কথায় আকৃষ্ট হয়ে কমেন্টে লেখেন "আমি রাজি "। আর এ কমেন্ট নজরে আসে প্রতিবেশী ও বিশ্ব বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী লিটনের(২৩)।


 তারপর, লিটন সেই কমেন্ট পাড়া - প্রতিবেশীদের দেখাতে থাকেন। এতে ক্ষিপ্ত হয় লেবু। এরপর, এ ঘটনার সুরাহার জন্য গত ৪ঠা আগস্ট সকাল সাড়ে ৮টায় গ্রামবাসীরা সমবেত হয়। উভয়ের বাকবিতন্ডায় একপর্যায়ে লেবু গণপিটুনির শিকার হয়। এঘটনায় উভয় পক্ষের আহত হয় ১১জন ।

এবিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয় জেনেছি। তবে, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয় হবে।

রংপুর প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২৫,  4:38 PM

news image

রংপুরে 'আমি রাজি' কমেন্ট লেখায় গণপিটুনির শিকার হয়েছে এক আওয়ামী লীগ নেতা। এসময় ওই নেতাকে রক্ষা করতে এসে তার মা-বাবা,ভাই-ভাতিজা সহ ৮জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও প্রতিপক্ষেরও আহত হয় আরও ৩জন। বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গণপিটুনির শিকার মোস্তাফিজার রহমান লেবু(৪৮)।

তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের আদমপুর গ্রামের আলহাজ্ব আতোয়ার রহমানের ছেলে। সেই সাথে আদমপুর জামে মসজিদের অর্থ সম্পাদক এবং আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 


ফেসবুক পেজে এক ললনার ছবি'র ক্যাপসনে লেখা ছিল 'আমার সাথে কেউ প্রেম করবে'।এমন চমকদার কথায় আকৃষ্ট হয়ে কমেন্টে লেখেন "আমি রাজি "। আর এ কমেন্ট নজরে আসে প্রতিবেশী ও বিশ্ব বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী লিটনের(২৩)।


 তারপর, লিটন সেই কমেন্ট পাড়া - প্রতিবেশীদের দেখাতে থাকেন। এতে ক্ষিপ্ত হয় লেবু। এরপর, এ ঘটনার সুরাহার জন্য গত ৪ঠা আগস্ট সকাল সাড়ে ৮টায় গ্রামবাসীরা সমবেত হয়। উভয়ের বাকবিতন্ডায় একপর্যায়ে লেবু গণপিটুনির শিকার হয়। এঘটনায় উভয় পক্ষের আহত হয় ১১জন ।

এবিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয় জেনেছি। তবে, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয় হবে।