CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

রাবির হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর

#
news image

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, ও ক্যারিয়ার গঠনে সহায়তায় গঠিত রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের মো. সুজন আলী জোয়ার্দার। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিনহাজুর রহমান । তিনি ফলিত গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ রবিবার (৯ নভেম্বর) ফোরামের এক বিজ্ঞপিÍতে এ তথ্য নিশ্চিত করা হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-মোছা. নূর-ই-মালেকি, মো. ফরহাদ বাবু ; যুগ্ম সাধারণ সম্পাদক-মোছা. রাহনুমা আফরিন, পূজা রাণী নন্দী, শিরিন আক্তার সাথী; সাংগঠনিক সম্পাদক- ফারহাতুন নিসা সিয়ামি, লুইস সুলতানা; সহকারী সাংগঠনিক সম্পাদক-শিরাজুম মুনিরা সামিয়া; কোষাধ্যক্ষ- মো. হাফিজুর রহমান শুভ, সহকারী কোষাধ্যক্ষ- মো. মেহেদী হাসান দিপু, মোস্তাফিজুর রহমান; অফিস সম্পাদক- তনু দে ,সহকারী অফিস সম্পাদক-ঐশী সরকার; মানবসম্পদ সম্পাদক- আবতাহী ইসলাম তারিক, উপমা সাহা, সহকারী মানবসম্পদ সম্পাদক- মো. মাসুম ইকবাল, জুবায়ের হোসেন; শিক্ষা ও গবেষণা সম্পাদক (STEM)-কনক মেহরাব শিবলী  সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক (STEM)- আফরোজা সুলতানা, সিফাত আহমেদ, এ.টি.এম. ইকরাম উদ্দিন নির্জর; শিক্ষা ও গবেষণা সম্পাদক (Non-STEM)- আনিকা আফরিন তিশা ,সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক (Non-STEM)- মো. শরিফুল ইসলাম, মোছা. জান্নাতুল ফেরদৌস, মো. জিহাদ; জনসংযোগ সম্পাদক- মো. নাজমুল হুদা , সহকারী জনসংযোগ সম্পাদক: রাফিউর ইসলাম, মো. মাজহারুল ইসলাম; ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মো. আরমান হোসেন, মো. তাসরিফ হোসেন  সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মো. শিহাব উদ্দিন, শামীম হোসেন, স্যামন্তি মৌরী পাল; প্রকাশনা ও প্রচার সম্পাদক, তাসনিয়া তিথি ,সহকারী প্রকাশনা ও প্রচার সম্পাদক: প্রিয়াঙ্কা রায়, মো. আল ইমরান; গ্রাফিক্স ডিজাইন সম্পাদক: রুবায়া জান্নাত, সহকারী গ্রাফিক্স ডিজাইন সম্পাদক: মো. সায়েদ হাসান, মোছা. আনিকা আশরাফ
কনটেন্ট ক্রিয়েশন সম্পাদক- রাকিব হোসেন,সহকারী কনটেন্ট ক্রিয়েশন সম্পাদক- মো. ফয়জুল ইসলাম, মো. মাহেদী হাসান; আইটি ও মিডিয়া সম্পাদক- নুসরাত ঈশিতা,সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক- মোছা. রেজওয়ানা আক্তার হিমু, নিশাত ফারজানা জয়া, মো. সাদমান রাফিউ সিনহা ; ইংলিশ চ্যাট ক্লাব কো-অর্ডিনেটর- সাদিয়া নুসরাত, ফারজানা ইসলাম মেহেক; সিনিয়র এক্সিকিউটিভ সদস্যবৃন্দ- মৃত্তিকা, সুমাইয়া আক্তার শান্তা, হাফিজা আক্তার, মোছা. মোনিরা খাতুন, সৃষ্টি দে, ঋত্বিক সাহা; জুনিয়র এক্সিকিউটিভ সদস্যবৃন্দ: মোছা. নাফিজা হক সাবা, মো. তাহমিদ, রাফিয়া করিম, ফারিয়া আক্তার মাইশা।

নবনির্বাচিত সভাপতি মো. সুজন আলী জোয়াদ্দার বলেন, আমাদের নিষ্ঠা, মেধা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে RUHERF আরও এক ধাপ এগিয়ে যাবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা, গবেষণা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় তিনি সবাইকে একসাথে জ্ঞানের বিকাশ ও সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। 

সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আমি বিশ্বাস করি, আপনাদের নিষ্ঠা, মেধা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে RUHERF আরও এক ধাপ এগিয়ে যাবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা, গবেষণা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন, আমরা একসাথে জ্ঞানের বিকাশ ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি।

ফোরামটি প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদানের উদ্দেশ্যে কাজ করছে। ক্লাবের কার্যক্রমের মধ্যে রয়েছে দেশের ও বিদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে অনলাইন ও অফলাইন ওয়েবিনার আয়োজন English Chat Club  পরিচালনা, যার মাধ্যমে সদস্যরা নিয়মিত ইংরেজি যোগাযোগ দক্ষতা অনুশীলন করে । Research Methodology Course  পরিচালনা, যেখানে গবেষণার মৌলিক কৌশল শেখানো হয়। এবং R&D HUB  সেকশনের মাধ্যমে গবেষণামূলক উদ্যোগ, পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট ওয়ার্কে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী চিন্তাভাবনা ও বৈশ্বিক শিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাবি প্রতিনিধি 

০৯ নভেম্বর, ২০২৫,  6:54 PM

news image

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, ও ক্যারিয়ার গঠনে সহায়তায় গঠিত রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের মো. সুজন আলী জোয়ার্দার। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিনহাজুর রহমান । তিনি ফলিত গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ রবিবার (৯ নভেম্বর) ফোরামের এক বিজ্ঞপিÍতে এ তথ্য নিশ্চিত করা হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-মোছা. নূর-ই-মালেকি, মো. ফরহাদ বাবু ; যুগ্ম সাধারণ সম্পাদক-মোছা. রাহনুমা আফরিন, পূজা রাণী নন্দী, শিরিন আক্তার সাথী; সাংগঠনিক সম্পাদক- ফারহাতুন নিসা সিয়ামি, লুইস সুলতানা; সহকারী সাংগঠনিক সম্পাদক-শিরাজুম মুনিরা সামিয়া; কোষাধ্যক্ষ- মো. হাফিজুর রহমান শুভ, সহকারী কোষাধ্যক্ষ- মো. মেহেদী হাসান দিপু, মোস্তাফিজুর রহমান; অফিস সম্পাদক- তনু দে ,সহকারী অফিস সম্পাদক-ঐশী সরকার; মানবসম্পদ সম্পাদক- আবতাহী ইসলাম তারিক, উপমা সাহা, সহকারী মানবসম্পদ সম্পাদক- মো. মাসুম ইকবাল, জুবায়ের হোসেন; শিক্ষা ও গবেষণা সম্পাদক (STEM)-কনক মেহরাব শিবলী  সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক (STEM)- আফরোজা সুলতানা, সিফাত আহমেদ, এ.টি.এম. ইকরাম উদ্দিন নির্জর; শিক্ষা ও গবেষণা সম্পাদক (Non-STEM)- আনিকা আফরিন তিশা ,সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক (Non-STEM)- মো. শরিফুল ইসলাম, মোছা. জান্নাতুল ফেরদৌস, মো. জিহাদ; জনসংযোগ সম্পাদক- মো. নাজমুল হুদা , সহকারী জনসংযোগ সম্পাদক: রাফিউর ইসলাম, মো. মাজহারুল ইসলাম; ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মো. আরমান হোসেন, মো. তাসরিফ হোসেন  সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মো. শিহাব উদ্দিন, শামীম হোসেন, স্যামন্তি মৌরী পাল; প্রকাশনা ও প্রচার সম্পাদক, তাসনিয়া তিথি ,সহকারী প্রকাশনা ও প্রচার সম্পাদক: প্রিয়াঙ্কা রায়, মো. আল ইমরান; গ্রাফিক্স ডিজাইন সম্পাদক: রুবায়া জান্নাত, সহকারী গ্রাফিক্স ডিজাইন সম্পাদক: মো. সায়েদ হাসান, মোছা. আনিকা আশরাফ
কনটেন্ট ক্রিয়েশন সম্পাদক- রাকিব হোসেন,সহকারী কনটেন্ট ক্রিয়েশন সম্পাদক- মো. ফয়জুল ইসলাম, মো. মাহেদী হাসান; আইটি ও মিডিয়া সম্পাদক- নুসরাত ঈশিতা,সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক- মোছা. রেজওয়ানা আক্তার হিমু, নিশাত ফারজানা জয়া, মো. সাদমান রাফিউ সিনহা ; ইংলিশ চ্যাট ক্লাব কো-অর্ডিনেটর- সাদিয়া নুসরাত, ফারজানা ইসলাম মেহেক; সিনিয়র এক্সিকিউটিভ সদস্যবৃন্দ- মৃত্তিকা, সুমাইয়া আক্তার শান্তা, হাফিজা আক্তার, মোছা. মোনিরা খাতুন, সৃষ্টি দে, ঋত্বিক সাহা; জুনিয়র এক্সিকিউটিভ সদস্যবৃন্দ: মোছা. নাফিজা হক সাবা, মো. তাহমিদ, রাফিয়া করিম, ফারিয়া আক্তার মাইশা।

নবনির্বাচিত সভাপতি মো. সুজন আলী জোয়াদ্দার বলেন, আমাদের নিষ্ঠা, মেধা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে RUHERF আরও এক ধাপ এগিয়ে যাবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা, গবেষণা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় তিনি সবাইকে একসাথে জ্ঞানের বিকাশ ও সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। 

সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আমি বিশ্বাস করি, আপনাদের নিষ্ঠা, মেধা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে RUHERF আরও এক ধাপ এগিয়ে যাবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা, গবেষণা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন, আমরা একসাথে জ্ঞানের বিকাশ ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি।

ফোরামটি প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদানের উদ্দেশ্যে কাজ করছে। ক্লাবের কার্যক্রমের মধ্যে রয়েছে দেশের ও বিদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে অনলাইন ও অফলাইন ওয়েবিনার আয়োজন English Chat Club  পরিচালনা, যার মাধ্যমে সদস্যরা নিয়মিত ইংরেজি যোগাযোগ দক্ষতা অনুশীলন করে । Research Methodology Course  পরিচালনা, যেখানে গবেষণার মৌলিক কৌশল শেখানো হয়। এবং R&D HUB  সেকশনের মাধ্যমে গবেষণামূলক উদ্যোগ, পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট ওয়ার্কে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী চিন্তাভাবনা ও বৈশ্বিক শিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।