লাইফস্টাইল ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, 2:45 PM
শীতে জুবুথুবু হয়ে আছে সারাদেশ। সদ্যজাত শিশুর যত্ন নিতে নতুন বাবা মায়েদের মনে নানা শঙ্কা কাজ করে। কী করবেন এই শীতে যাতে শীতকালীন রোগ শিশুকে আক্রান্ত না করতে পারে। চিকিৎসকরা কিছু বাড়তি সতর্কতা নিতে বলছেন।এরমধ্যে অন্যতম হলো শিশুকে গরম রাখুন, তবে অতিরিক্ত নয়। তাকে নরম ও হালকা উলের কাপড় পরান। মাথা, হাত-পা ঢেকে রাখুন। মনে রাখবেন অতিরিক্ত কাপড় যদি পরান তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে।
সাবধানে গোসল করান
শিশুর জন্য এই ভয়াবহ শীতের মধ্যে প্রতিদিন গোসল জরুরি নয়। একদিন পরপর কুসুম গরম পানিতে দ্রুত গোসল করান। স্নানের পর সঙ্গে সঙ্গে মুছে গরম কাপড় পরান।
ঘাম হলে সঙ্গে সঙ্গে
ঘরের তাপমাত্রা ঠিক রাখুন। খুব ঠান্ডা বা খুব গরম—দুটোই এড়িয়ে চলুন। জানালা দিয়ে ঠান্ডা বাতাস সরাসরি যেন না লাগে সেই সতর্কতা অবলম্বন করতে হবে। বাইরে যাওয়ার সময় শিশুকে ভালোভাবে ঢেকে রাখুন।
শিশুর ত্বকের যত্ন
শীতে ত্বক শুষ্ক হয়, কোনরকম তেলজাতীয় জিনিস ত্বকে ব্যবহার করবেন না। শিশুদের জন্য নিরাপদ ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। কোনও র্যাশ বা লালচে ভাব হলে ডাক্তারের পরামর্শ নিন।
লাইফস্টাইল ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, 2:45 PM
শীতে জুবুথুবু হয়ে আছে সারাদেশ। সদ্যজাত শিশুর যত্ন নিতে নতুন বাবা মায়েদের মনে নানা শঙ্কা কাজ করে। কী করবেন এই শীতে যাতে শীতকালীন রোগ শিশুকে আক্রান্ত না করতে পারে। চিকিৎসকরা কিছু বাড়তি সতর্কতা নিতে বলছেন।এরমধ্যে অন্যতম হলো শিশুকে গরম রাখুন, তবে অতিরিক্ত নয়। তাকে নরম ও হালকা উলের কাপড় পরান। মাথা, হাত-পা ঢেকে রাখুন। মনে রাখবেন অতিরিক্ত কাপড় যদি পরান তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে।
সাবধানে গোসল করান
শিশুর জন্য এই ভয়াবহ শীতের মধ্যে প্রতিদিন গোসল জরুরি নয়। একদিন পরপর কুসুম গরম পানিতে দ্রুত গোসল করান। স্নানের পর সঙ্গে সঙ্গে মুছে গরম কাপড় পরান।
ঘাম হলে সঙ্গে সঙ্গে
ঘরের তাপমাত্রা ঠিক রাখুন। খুব ঠান্ডা বা খুব গরম—দুটোই এড়িয়ে চলুন। জানালা দিয়ে ঠান্ডা বাতাস সরাসরি যেন না লাগে সেই সতর্কতা অবলম্বন করতে হবে। বাইরে যাওয়ার সময় শিশুকে ভালোভাবে ঢেকে রাখুন।
শিশুর ত্বকের যত্ন
শীতে ত্বক শুষ্ক হয়, কোনরকম তেলজাতীয় জিনিস ত্বকে ব্যবহার করবেন না। শিশুদের জন্য নিরাপদ ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। কোনও র্যাশ বা লালচে ভাব হলে ডাক্তারের পরামর্শ নিন।