বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
০৫ জুলাই, ২০২৫, 6:21 PM
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল এলাকার মাতামোড়াল সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৫ জুলাই) সকালে সীমান্তে ঘোরাঘুরির সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সকালে বড়লেখা উপজেলার মাতামোড়াল সীমান্তের পাহাড়ি এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ১০ জন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। পরে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়। আটকদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সিলেট ও কুমিল্লার সীমান্ত দিয়ে গত এক থেকে ছয় মাস আগে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের মাতামোড়াল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
আটকরা বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, 'আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
০৫ জুলাই, ২০২৫, 6:21 PM
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল এলাকার মাতামোড়াল সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৫ জুলাই) সকালে সীমান্তে ঘোরাঘুরির সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সকালে বড়লেখা উপজেলার মাতামোড়াল সীমান্তের পাহাড়ি এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ১০ জন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। পরে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়। আটকদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সিলেট ও কুমিল্লার সীমান্ত দিয়ে গত এক থেকে ছয় মাস আগে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের মাতামোড়াল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
আটকরা বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, 'আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'