নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৫, 5:01 PM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাত দফা দাবিতে এক জাতীয় সমাবেশ আয়োজন করেছে। দলটির আমির ডা. শফিকুর রহমান এতে সভাপতিত্ব করছেন।
আজ শনিবার (১৯ জুলাই) বেলা ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল ১০টার পর থেকেই জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন, যার ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পরিবেশনা। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে।
এই সমাবেশের মূল দাবিগুলো হলো: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সব গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ১ কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।
জামায়াত ছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে অংশ নেন।
সমাবেশের যৌথ সঞ্চালনায় ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৫, 5:01 PM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাত দফা দাবিতে এক জাতীয় সমাবেশ আয়োজন করেছে। দলটির আমির ডা. শফিকুর রহমান এতে সভাপতিত্ব করছেন।
আজ শনিবার (১৯ জুলাই) বেলা ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল ১০টার পর থেকেই জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন, যার ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পরিবেশনা। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে।
এই সমাবেশের মূল দাবিগুলো হলো: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সব গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ১ কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।
জামায়াত ছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে অংশ নেন।
সমাবেশের যৌথ সঞ্চালনায় ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।