CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

দুই পেনাল্টি মিস করেও নারী ইউরোর সেমিফাইনালে স্পেন

#
news image

নারী ইউরো কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করার পরও সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ইউরোর শেষ চারে জায়গা করে নিলো স্প্যানিশ মেয়েরা।

ম্যাচের প্রায় পুরোটা সময় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে আটকে রেখেছিল সুইজারল্যান্ডের ডিফেন্ডাররা। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝপথে মাত্র ৫ মিনিটের ব্যবধানে সুইসদের সব প্রতিরোধ ভেঙে দেন স্প্যানিশ ফুটবলাররা। ম্যাচের ৬৬তম মিনিটে প্রথম গোল করেন অ্যাথেনিয়া ডেল কাস্তিলো, এবং ৭১ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্লদিও পিনা। ম্যাচের শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের নোয়েলে মারিৎজ লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন।

এর আগে ২০১৩, ২০১৭ এবং ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে হেরেই ইউরো থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। দীর্ঘ সময় পর আবারও ইউরোর শেষ চারে উঠতে পারলো তারা।

গোলদাতা অ্যাথেনিয়া ডেল কাস্তিলো বলেন, "আমরা খুবই ভাগ্যবান যে জিততে পেরেছি এবং সেমিফাইনালে খেলতে পারছি। দল এই ম্যাচ জেতার জন্য সব কিছু করেছে। পরিবেশ অসাধারণ। আশা করি, এ ঘটনার পুনরাবৃত্তি করতে পারবো।"

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই, ২০২৫,  5:30 PM

news image

নারী ইউরো কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করার পরও সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ইউরোর শেষ চারে জায়গা করে নিলো স্প্যানিশ মেয়েরা।

ম্যাচের প্রায় পুরোটা সময় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে আটকে রেখেছিল সুইজারল্যান্ডের ডিফেন্ডাররা। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝপথে মাত্র ৫ মিনিটের ব্যবধানে সুইসদের সব প্রতিরোধ ভেঙে দেন স্প্যানিশ ফুটবলাররা। ম্যাচের ৬৬তম মিনিটে প্রথম গোল করেন অ্যাথেনিয়া ডেল কাস্তিলো, এবং ৭১ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্লদিও পিনা। ম্যাচের শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের নোয়েলে মারিৎজ লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন।

এর আগে ২০১৩, ২০১৭ এবং ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে হেরেই ইউরো থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। দীর্ঘ সময় পর আবারও ইউরোর শেষ চারে উঠতে পারলো তারা।

গোলদাতা অ্যাথেনিয়া ডেল কাস্তিলো বলেন, "আমরা খুবই ভাগ্যবান যে জিততে পেরেছি এবং সেমিফাইনালে খেলতে পারছি। দল এই ম্যাচ জেতার জন্য সব কিছু করেছে। পরিবেশ অসাধারণ। আশা করি, এ ঘটনার পুনরাবৃত্তি করতে পারবো।"