CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরণ

#
news image

কিশোরগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২০২২-২০২৩ খ্রিষ্টাব্দের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, জেলা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেয়া হয়। এ সময় ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, বিশেষ অতিথি সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম,কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। 

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, এসইডিপি স্কিমের এই পুরস্কার কৃতি শিক্ষার্থীদের জন্য একটি বড় প্রেরণা। ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা বলেন, এসইডিপির এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় একটি নতুন মাত্রা যোগ করেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, মানুষ গড়ার অন্যতম মাধ্যম। এই প্রকল্প শিক্ষকদের আরো দায়িত্বশীল করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আনবে বলে আশা করি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

২৩ জুলাই, ২০২৫,  4:10 PM

news image

কিশোরগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২০২২-২০২৩ খ্রিষ্টাব্দের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, জেলা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেয়া হয়। এ সময় ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, বিশেষ অতিথি সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম,কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। 

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, এসইডিপি স্কিমের এই পুরস্কার কৃতি শিক্ষার্থীদের জন্য একটি বড় প্রেরণা। ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা বলেন, এসইডিপির এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় একটি নতুন মাত্রা যোগ করেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, মানুষ গড়ার অন্যতম মাধ্যম। এই প্রকল্প শিক্ষকদের আরো দায়িত্বশীল করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আনবে বলে আশা করি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।