CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

সিনেমার মতো গান: জীবন-বুবলীর জমজমাট নাচ!

#
news image

চিত্রনায়িকা বুবলীর প্রথম মিউজিক ভিডিও ‘ময়না’। ২৯ জুলাই মুক্তির পর থেকে এটি দারুণ সাড়া ফেলেছে চারপাশে। এতে বুবলীর কস্টিউম, কোরিওগ্রাফি ও অভিব্যক্তি এবং তার বিপরীতে গডফাদার চরিত্রে শরাফ আহমেদ জীবনের উপস্থিতি সত্যিই দর্শকদের মুগ্ধ করছে।

এটা যে মিউজিক ভিডিও, সেটাই মনে হবে না দর্শকদের। নির্মাতা তানিম রহমান অংশু যেন ‘ময়না’ নামে স্বল্পদৈর্ঘ্য একটি বাণিজ্যিক সিনেমা বানিয়েছেন। কারণ, গল্পনির্ভর এই গানচিত্রে শুধু নাচ আর গানই নেই। রয়েছে চরিত্রগুলোর সংলাপ, গল্প ও সমাপ্তি। 


গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। প্রকাশ করেছে গানচিল মিউজিক।

গানচিত্রটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করছে।’

অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই।  ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে।’

বিনোদন ডেস্ক

৩০ জুলাই, ২০২৫,  3:47 PM

news image

চিত্রনায়িকা বুবলীর প্রথম মিউজিক ভিডিও ‘ময়না’। ২৯ জুলাই মুক্তির পর থেকে এটি দারুণ সাড়া ফেলেছে চারপাশে। এতে বুবলীর কস্টিউম, কোরিওগ্রাফি ও অভিব্যক্তি এবং তার বিপরীতে গডফাদার চরিত্রে শরাফ আহমেদ জীবনের উপস্থিতি সত্যিই দর্শকদের মুগ্ধ করছে।

এটা যে মিউজিক ভিডিও, সেটাই মনে হবে না দর্শকদের। নির্মাতা তানিম রহমান অংশু যেন ‘ময়না’ নামে স্বল্পদৈর্ঘ্য একটি বাণিজ্যিক সিনেমা বানিয়েছেন। কারণ, গল্পনির্ভর এই গানচিত্রে শুধু নাচ আর গানই নেই। রয়েছে চরিত্রগুলোর সংলাপ, গল্প ও সমাপ্তি। 


গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। প্রকাশ করেছে গানচিল মিউজিক।

গানচিত্রটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করছে।’

অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই।  ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে।’