নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, 9:19 AM
স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণ সুশৃঙ্খল ও টেকসই করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে এ সহযোগিতার আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণের পথে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে—বিশেষ করে বাণিজ্য সুবিধা ও বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হ্রাস—সেগুলো মোকাবিলায় ডব্লিউটিও’র সক্রিয় ভূমিকা প্রয়োজন।’
ডব্লিউটিও প্রধান ড. ওকোনজো-ইওয়েলা বাংলাদেশকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘ডব্লিউটিও’কে সংস্কার করতে হবে। আমি আপনাদের সক্রিয় অংশগ্রহণ চাই, আমি এখানে আপনাদের নেতৃত্ব চাই।’
উল্লেখ্য, বাংলাদেশ ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে।
বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার কাঙ্ক্ষিত সংস্কার, বৈশ্বিক বাণিজ্যে বর্তমান চ্যালেঞ্জ এবং বিশ্বায়ন থেকে সরে যাওয়ার প্রবণতা নিয়েও আলোচনা হয়। ডব্লিউটিও প্রধান বলেন, ‘সারাবিশ্বে উদ্বেগ থাকলেও এখনো বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য ডব্লিউটিও নিয়মেই চলছে।’
প্রফেসর ইউনূস ডব্লিউটিও’র সংস্কারের আহ্বানে সায় দিয়ে বলেন, ‘এই মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে। ডব্লিউটিওকে সময়ের সাথে খাপ খাইয়ে কার্যকরভাবে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ এই পরিবর্তনের পক্ষে জোরালো কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।’
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, 9:19 AM
স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণ সুশৃঙ্খল ও টেকসই করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে এ সহযোগিতার আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণের পথে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে—বিশেষ করে বাণিজ্য সুবিধা ও বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হ্রাস—সেগুলো মোকাবিলায় ডব্লিউটিও’র সক্রিয় ভূমিকা প্রয়োজন।’
ডব্লিউটিও প্রধান ড. ওকোনজো-ইওয়েলা বাংলাদেশকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘ডব্লিউটিও’কে সংস্কার করতে হবে। আমি আপনাদের সক্রিয় অংশগ্রহণ চাই, আমি এখানে আপনাদের নেতৃত্ব চাই।’
উল্লেখ্য, বাংলাদেশ ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে।
বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার কাঙ্ক্ষিত সংস্কার, বৈশ্বিক বাণিজ্যে বর্তমান চ্যালেঞ্জ এবং বিশ্বায়ন থেকে সরে যাওয়ার প্রবণতা নিয়েও আলোচনা হয়। ডব্লিউটিও প্রধান বলেন, ‘সারাবিশ্বে উদ্বেগ থাকলেও এখনো বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য ডব্লিউটিও নিয়মেই চলছে।’
প্রফেসর ইউনূস ডব্লিউটিও’র সংস্কারের আহ্বানে সায় দিয়ে বলেন, ‘এই মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে। ডব্লিউটিওকে সময়ের সাথে খাপ খাইয়ে কার্যকরভাবে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ এই পরিবর্তনের পক্ষে জোরালো কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।’