রংপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৫, 3:35 PM
রংপুরের পীরগাছায় এক পরিবারের উপর হামলা চালিয়ে তার বাড়ি- ঘর দখল সহ জীবন নাসের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করেছে একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্র। এঘটনায় নিরিহ পরিবারের কর্তা স্থানীয় থানায় মামলা করলে সংঘবদ্ধ চক্রটি তাঁর বিরুদ্ধেও একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন।
অনুসন্ধানে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউপির প্রতাপ জয়সেন ছোট চওড়া গ্রামের বাসিন্দা মৃত্যু আবুল কাশেমের পুত্র মো: আজিম উদ্দিন (৪৮)।
তিনি নিরিহ সহজ সরল শিক্ষিত মানুষ হিসেবেই স্থানীয়দের নিকট পরিচিত। স্ত্রী-সন্তান নিয়ে গ্রামেই বসবাস করেন। ভাগ্যের কী নির্মম পরিহাস। তাঁর বসত ভিটার উপর লোলুপ দৃষ্টি পরে আওয়ামী দোসর আব্দুল আউয়াল( ৪৫), আব্দুস সালাম(৫৪), খলিল মিয়া(৩৮), রুবেল মিয়া(২৬) সহ ১০/১২ জন দুর্বৃত্তের।
সম্প্রতি, দুর্বৃত্তরা জীবন নাসের হুমকি ও অতর্কিত হামলা চালিয়ে আজিম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়া করেন। সেই সাথে তার বসত ভিটাও জবর দখল করে নেয় ওই চক্রটি। নিরুপায় হয়ে অবশেষে রংপুর মহানগরীতে ভারা বাড়িতে বসবাস করছেন আজিম উদ্দিন দম্পতি।
গত ১৬ই আগস্ট স্ব- পরিবারে শ্বশুরালয়ে দাওয়াত খেয়ে রংপুরের ভারা বাড়িতে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে সাতদরগা বাজারে পৌঁছলে তাদের গতিরোধ করে আউয়াল গং। তারপর, কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এতে গুরুতরভাবে আহত হয় আজিম উদ্দিন ( ৪৮),শাহীন আলম( ২২) ও আমিনূর ইসলাম (৩৬)।
এসময় আজিম উদ্দিনের স্ত্রী শাহীনুর বেগমের গলার চেইন সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে, স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু আহতদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এঘটনায় আব্দুল আউয়াল সহ ৮জনকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন আজিম উদ্দিন। মামলা নং-৩১, তারিখ - ২৪/০৮/২০২৫ ইং।
কিন্তু,এ মামলাটিকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে প্রতিপক্ষ গং ৭ জনকে অভিযুক্ত করে একটি সাজানো মিথ্যা মামলা একই থানায় ৮ই সেপ্টেম্বর দায়ের করেন। মামলা নং- ৬।
এ বিষয়ে জানতে আব্দুল আউয়ালের সাথে কথা হলে তিনি জানান, এটি পারিবারিক ঘটনা। মামলার মাধ্যমেই এ ঘটনার সমাপ্তি ঘটবে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই শাহজাহানের সাথে কথা হলে তিনি জানান, মামলা দুটির তদন্ত চলমান রয়েছে। দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা হবে।
রংপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৫, 3:35 PM
রংপুরের পীরগাছায় এক পরিবারের উপর হামলা চালিয়ে তার বাড়ি- ঘর দখল সহ জীবন নাসের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করেছে একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্র। এঘটনায় নিরিহ পরিবারের কর্তা স্থানীয় থানায় মামলা করলে সংঘবদ্ধ চক্রটি তাঁর বিরুদ্ধেও একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন।
অনুসন্ধানে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউপির প্রতাপ জয়সেন ছোট চওড়া গ্রামের বাসিন্দা মৃত্যু আবুল কাশেমের পুত্র মো: আজিম উদ্দিন (৪৮)।
তিনি নিরিহ সহজ সরল শিক্ষিত মানুষ হিসেবেই স্থানীয়দের নিকট পরিচিত। স্ত্রী-সন্তান নিয়ে গ্রামেই বসবাস করেন। ভাগ্যের কী নির্মম পরিহাস। তাঁর বসত ভিটার উপর লোলুপ দৃষ্টি পরে আওয়ামী দোসর আব্দুল আউয়াল( ৪৫), আব্দুস সালাম(৫৪), খলিল মিয়া(৩৮), রুবেল মিয়া(২৬) সহ ১০/১২ জন দুর্বৃত্তের।
সম্প্রতি, দুর্বৃত্তরা জীবন নাসের হুমকি ও অতর্কিত হামলা চালিয়ে আজিম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়া করেন। সেই সাথে তার বসত ভিটাও জবর দখল করে নেয় ওই চক্রটি। নিরুপায় হয়ে অবশেষে রংপুর মহানগরীতে ভারা বাড়িতে বসবাস করছেন আজিম উদ্দিন দম্পতি।
গত ১৬ই আগস্ট স্ব- পরিবারে শ্বশুরালয়ে দাওয়াত খেয়ে রংপুরের ভারা বাড়িতে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে সাতদরগা বাজারে পৌঁছলে তাদের গতিরোধ করে আউয়াল গং। তারপর, কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এতে গুরুতরভাবে আহত হয় আজিম উদ্দিন ( ৪৮),শাহীন আলম( ২২) ও আমিনূর ইসলাম (৩৬)।
এসময় আজিম উদ্দিনের স্ত্রী শাহীনুর বেগমের গলার চেইন সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে, স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু আহতদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এঘটনায় আব্দুল আউয়াল সহ ৮জনকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন আজিম উদ্দিন। মামলা নং-৩১, তারিখ - ২৪/০৮/২০২৫ ইং।
কিন্তু,এ মামলাটিকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে প্রতিপক্ষ গং ৭ জনকে অভিযুক্ত করে একটি সাজানো মিথ্যা মামলা একই থানায় ৮ই সেপ্টেম্বর দায়ের করেন। মামলা নং- ৬।
এ বিষয়ে জানতে আব্দুল আউয়ালের সাথে কথা হলে তিনি জানান, এটি পারিবারিক ঘটনা। মামলার মাধ্যমেই এ ঘটনার সমাপ্তি ঘটবে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই শাহজাহানের সাথে কথা হলে তিনি জানান, মামলা দুটির তদন্ত চলমান রয়েছে। দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা হবে।