নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর, ২০২৫, 6:28 PM
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতারা। বুধবার রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় জাতীয় পার্টির নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাপার কো: চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, জসিম উদ্দিন, আরিফ খান, ফখরুল আহসান শাহজাদা ও বেলাল হোসেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বনানী পুজা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বিশ্বাস বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্য জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দুর্গোৎসব এখন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়।ফলে বরাবরের মত এবারও দুর্গোৎসবের মূলমন্ত্র হোক, অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা করা। মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দুর্গাপূজা এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে। রুহুল আমিন দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মের সকল অনুসারীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর, ২০২৫, 6:28 PM
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতারা। বুধবার রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় জাতীয় পার্টির নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাপার কো: চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, জসিম উদ্দিন, আরিফ খান, ফখরুল আহসান শাহজাদা ও বেলাল হোসেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বনানী পুজা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বিশ্বাস বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্য জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দুর্গোৎসব এখন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়।ফলে বরাবরের মত এবারও দুর্গোৎসবের মূলমন্ত্র হোক, অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা করা। মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দুর্গাপূজা এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে। রুহুল আমিন দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মের সকল অনুসারীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।