CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু 

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭টি বিভাগের ৮৪ জন শিক্ষকের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি’র কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শিক্ষকদের উচ্চশিক্ষার মান, গবেষণা, এবং শিক্ষাদানের পদ্ধতি নিয়ে দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

কর্মশালার লক্ষ্য নবনিযুক্ত শিক্ষকদের শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে গড়ে তোলা। এতে পাঁচ দিন ধরে  তাদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, আধুনিক ও সৃজনশীল কারিকুলাম, এক্রিডিটেশন প্রাপ্তি, টিচিং পদ্ধতি এবং খাতার মূল্যায়নসহ বিভিন্ন বিষয় শেখানো হবে। প্রতিদিন কর্মশালা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘কর্মশালার মূল উদ্দেশ্য হলো একে অপরের কাছ থেকে শেখা। শিক্ষক হয়ে শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে কোন কাজগুলো করা উচিত তা বুঝতে কিছুটা সমস্যা হয়। তাই কোয়ালিটি অ্যাসুরেন্সের ভিত্তিতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। নতুন-পুরাতনের ধারণার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যই আমাদের উদ্দেশ্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি’র সহকারী পরিচালক অধ্যাপক ড. মনিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক ড. সাজ্জাদুর রহিম।

রাবি প্রতিনিধি :

০৭ অক্টোবর, ২০২৫,  3:51 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭টি বিভাগের ৮৪ জন শিক্ষকের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি’র কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শিক্ষকদের উচ্চশিক্ষার মান, গবেষণা, এবং শিক্ষাদানের পদ্ধতি নিয়ে দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

কর্মশালার লক্ষ্য নবনিযুক্ত শিক্ষকদের শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে গড়ে তোলা। এতে পাঁচ দিন ধরে  তাদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, আধুনিক ও সৃজনশীল কারিকুলাম, এক্রিডিটেশন প্রাপ্তি, টিচিং পদ্ধতি এবং খাতার মূল্যায়নসহ বিভিন্ন বিষয় শেখানো হবে। প্রতিদিন কর্মশালা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘কর্মশালার মূল উদ্দেশ্য হলো একে অপরের কাছ থেকে শেখা। শিক্ষক হয়ে শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে কোন কাজগুলো করা উচিত তা বুঝতে কিছুটা সমস্যা হয়। তাই কোয়ালিটি অ্যাসুরেন্সের ভিত্তিতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। নতুন-পুরাতনের ধারণার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যই আমাদের উদ্দেশ্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি’র সহকারী পরিচালক অধ্যাপক ড. মনিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক ড. সাজ্জাদুর রহিম।