CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি: আবদুল হালিম

#
news image

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের কোনো বিকল্প নেই। গণভোটের মাধ্যমে জাতীয় সনদ আইনি ভিত্তি পাবে এবং তা দেশের সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর  মহানগরীর শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের হলরুমে রুকন (সদস্য) সম্মেলন চলাকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে  তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মতবিরোধ থাকলেও গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা অত্যন্ত জরুরি। 

তিনি জানান, বর্তমান সরকারের উদ্যোগে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আলোচনায় বসেছে—যা একটি ইতিবাচক পদক্ষেপ। ইতোমধ্যে ৩৩টি রাজনৈতিক দল জাতীয় সংলাপে অংশগ্রহণ করেছে এবং বহু দল জুলাই সনদে সাক্ষর করেছে বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা হালিম বলেন, “আমরা আশা করছি, আরও রাজনৈতিক দল জাতীয় সনদে সাক্ষর করবে। সরকারের এই উদ্যোগের ফলে দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও ঐকমত্যের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ৮৪টি প্রস্তাবের মধ্যে বহু প্রস্তাবে সব দল একমত হয়েছে—এটি রাজনৈতিক পরিপক্বতার দৃষ্টান্ত।”

তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় আত্মসমালোচনার পক্ষে। অন্য রাজনৈতিক দলের সমালোচনাকে আমরা শত্রুতা নয়, বরং আত্মউন্নয়নের সুযোগ হিসেবে দেখি। অতীতে যে ভুল হয়েছে, তা সংশোধন করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

মাওলানা আবদুল হালিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংগঠন। আমাদের সংগঠনে প্রতি ৩ বছর পরপর আমিরে জামায়াতের নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং দায়িত্ব ও আমানতের নবায়ন। আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন আমিরে জামায়াত নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের মাধ্যমে এমন একজন নেতৃত্ব নির্বাচিত হবেন, যিনি আল্লাহভীরু, যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব দিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন। এজন্য আমি সকলের দোয়া কামনা করছি, যেন আল্লাহ তাআলা আমাদের সংগঠনকে সঠিক দিকনির্দেশনা ও ঐক্য দান করেন।”

রংপুর মহানগর আমীর মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ।

 মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস

২১ অক্টোবর, ২০২৫,  9:28 PM

news image

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের কোনো বিকল্প নেই। গণভোটের মাধ্যমে জাতীয় সনদ আইনি ভিত্তি পাবে এবং তা দেশের সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর  মহানগরীর শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের হলরুমে রুকন (সদস্য) সম্মেলন চলাকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে  তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মতবিরোধ থাকলেও গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা অত্যন্ত জরুরি। 

তিনি জানান, বর্তমান সরকারের উদ্যোগে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আলোচনায় বসেছে—যা একটি ইতিবাচক পদক্ষেপ। ইতোমধ্যে ৩৩টি রাজনৈতিক দল জাতীয় সংলাপে অংশগ্রহণ করেছে এবং বহু দল জুলাই সনদে সাক্ষর করেছে বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা হালিম বলেন, “আমরা আশা করছি, আরও রাজনৈতিক দল জাতীয় সনদে সাক্ষর করবে। সরকারের এই উদ্যোগের ফলে দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও ঐকমত্যের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ৮৪টি প্রস্তাবের মধ্যে বহু প্রস্তাবে সব দল একমত হয়েছে—এটি রাজনৈতিক পরিপক্বতার দৃষ্টান্ত।”

তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় আত্মসমালোচনার পক্ষে। অন্য রাজনৈতিক দলের সমালোচনাকে আমরা শত্রুতা নয়, বরং আত্মউন্নয়নের সুযোগ হিসেবে দেখি। অতীতে যে ভুল হয়েছে, তা সংশোধন করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

মাওলানা আবদুল হালিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংগঠন। আমাদের সংগঠনে প্রতি ৩ বছর পরপর আমিরে জামায়াতের নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং দায়িত্ব ও আমানতের নবায়ন। আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন আমিরে জামায়াত নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের মাধ্যমে এমন একজন নেতৃত্ব নির্বাচিত হবেন, যিনি আল্লাহভীরু, যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব দিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন। এজন্য আমি সকলের দোয়া কামনা করছি, যেন আল্লাহ তাআলা আমাদের সংগঠনকে সঠিক দিকনির্দেশনা ও ঐক্য দান করেন।”

রংপুর মহানগর আমীর মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ।