CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

রাজধানীতে তিন দিনের পর্যটন মেলা শুরু

#
news image

বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) রাজধানী ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি) তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে ৩০ অক্টোবর থেকে। 
উদ্বোধন ও আয়োজনউদ্বোধন: প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।আয়োজক: দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।স্পন্সরশিপ: এবারের আসরের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, গোল্ড পার্টনার আইএইচজি এবং পেমেন্ট পার্টনার বিকাশ।প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে পর্যটনকে এগিয়ে নিতে সকল স্টেকহোল্ডারদের একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মেলার চিত্র ও অংশগ্রহণআন্তর্জাতিক এই মেলায় দেশি-বিদেশি ১২০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।অংশগ্রহণের তথ্যবিবরণস্টল ও প্যাভিলিয়নপ্রায় ২২০টি স্টল এবং ২০টি প্যাভিলিয়ন।অংশগ্রহণকারী সংস্থাজাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।বিদেশি অংশগ্রহণপাকিস্তান, নেপাল ও ভূটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম এসোসিয়েশন। এছাড়া মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছে।বিশেষ সুবিধা ও ইভেন্টবিশেষ মূল্যছাড়: অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং এবং ভ্রমণ প্যাকেজের ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে।সাইড লাইন ইভেন্ট: মেলা চলাকালীন বিটুবি সেশন, সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও কান্ট্রি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে।

অন্যান্য আকর্ষণ: প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন, পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র থাকছে।সময়সূচি ও প্রবেশ মূল্যপ্রবেশ মূল্য: জনপ্রতি ৫০ টাকা।প্রবেশ উন্মুক্ত: ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে।সময়: মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান সভাপতিত্ব করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  5:46 PM

news image

বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) রাজধানী ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি) তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে ৩০ অক্টোবর থেকে। 
উদ্বোধন ও আয়োজনউদ্বোধন: প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।আয়োজক: দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।স্পন্সরশিপ: এবারের আসরের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, গোল্ড পার্টনার আইএইচজি এবং পেমেন্ট পার্টনার বিকাশ।প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে পর্যটনকে এগিয়ে নিতে সকল স্টেকহোল্ডারদের একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মেলার চিত্র ও অংশগ্রহণআন্তর্জাতিক এই মেলায় দেশি-বিদেশি ১২০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।অংশগ্রহণের তথ্যবিবরণস্টল ও প্যাভিলিয়নপ্রায় ২২০টি স্টল এবং ২০টি প্যাভিলিয়ন।অংশগ্রহণকারী সংস্থাজাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।বিদেশি অংশগ্রহণপাকিস্তান, নেপাল ও ভূটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম এসোসিয়েশন। এছাড়া মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছে।বিশেষ সুবিধা ও ইভেন্টবিশেষ মূল্যছাড়: অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং এবং ভ্রমণ প্যাকেজের ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে।সাইড লাইন ইভেন্ট: মেলা চলাকালীন বিটুবি সেশন, সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও কান্ট্রি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে।

অন্যান্য আকর্ষণ: প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন, পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র থাকছে।সময়সূচি ও প্রবেশ মূল্যপ্রবেশ মূল্য: জনপ্রতি ৫০ টাকা।প্রবেশ উন্মুক্ত: ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে।সময়: মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান সভাপতিত্ব করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।