CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

ইফতেখার মাহমুদের মৃত্যুতে এলকপ-এর শোক

#
news image

এমপাওয়ারমেন্ট থ্রু ল’ অব দ্য কমন পিপল (এলকপ/ELCOP) বিশিষ্ট লেখক ও আইনবিদ ইফতেখার মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তিনি দীর্ঘকাল মস্তিষ্কের ক্যানসারের সাথে লড়াই করে  গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকায় ইন্তেকাল করেন।

ইফতেখার মাহমুদকে একজন প্রাজ্ঞ আইন শিক্ষক, প্রাঞ্জল বক্তা এবং সমাদৃত সাহিত্যিক হিসেবে স্মরণ করা হয়েছে। তিনি সারাজীবন জ্ঞানচর্চা ও ন্যায়বিচারের অগ্রগতিতে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে পড়াশোনা করেন এবং কিছুকাল বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন।প্রায় দুই দশক ধরে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। সেখানে তিনি মেধা, বিনয় ও মানবিক গুণাবলির জন্য ছাত্র-শিক্ষকদের কাছে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। আলোচিত গ্রন্থসমূহ: শিক্ষাজীবনের পাশাপাশি বাংলা সাহিত্যেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর আলোচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: কথা আর গল্পের জীবন, হে দিগ্বিদিক হে অদৃশ্য, শিকোরে শাখায় মেঘে, হুমায়ূন আহমেদের ভঙ্গি ও ভঙ্গুরতা, কথা কাগজে, অনুপস্থিত

এলকপ-এর শ্রদ্ধাঞ্জলি
ইএলকপ ইফতেখার মাহমুদকে কেবল একজন শিক্ষক ও সাহিত্যিক হিসেবে নয়, বরং একজন মানবতাবাদী হিসেবে স্মরণ করেছে।

আইনের মাধ্যমে মানুষের ক্ষমতায়ন - এই বিশ্বাসে তিনি অবিচল ছিলেন। ন্যায়বিচারের প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং প্রান্তিক মানুষের প্রতি সহমর্মিতা ইএলকপের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিল।

এলকপ মনে করে, তাঁর মৃত্যু বাংলাদেশের আইন শিক্ষা ও সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মেধা, সততা ও নিষ্ঠা আগামী প্রজন্মকে ন্যায়নিষ্ঠ ও মানবিক সমাজ গঠনের পথে অনুপ্রাণিত করবে।

এলকপ তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৫,  6:46 PM

news image

এমপাওয়ারমেন্ট থ্রু ল’ অব দ্য কমন পিপল (এলকপ/ELCOP) বিশিষ্ট লেখক ও আইনবিদ ইফতেখার মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তিনি দীর্ঘকাল মস্তিষ্কের ক্যানসারের সাথে লড়াই করে  গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকায় ইন্তেকাল করেন।

ইফতেখার মাহমুদকে একজন প্রাজ্ঞ আইন শিক্ষক, প্রাঞ্জল বক্তা এবং সমাদৃত সাহিত্যিক হিসেবে স্মরণ করা হয়েছে। তিনি সারাজীবন জ্ঞানচর্চা ও ন্যায়বিচারের অগ্রগতিতে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে পড়াশোনা করেন এবং কিছুকাল বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন।প্রায় দুই দশক ধরে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। সেখানে তিনি মেধা, বিনয় ও মানবিক গুণাবলির জন্য ছাত্র-শিক্ষকদের কাছে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। আলোচিত গ্রন্থসমূহ: শিক্ষাজীবনের পাশাপাশি বাংলা সাহিত্যেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর আলোচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: কথা আর গল্পের জীবন, হে দিগ্বিদিক হে অদৃশ্য, শিকোরে শাখায় মেঘে, হুমায়ূন আহমেদের ভঙ্গি ও ভঙ্গুরতা, কথা কাগজে, অনুপস্থিত

এলকপ-এর শ্রদ্ধাঞ্জলি
ইএলকপ ইফতেখার মাহমুদকে কেবল একজন শিক্ষক ও সাহিত্যিক হিসেবে নয়, বরং একজন মানবতাবাদী হিসেবে স্মরণ করেছে।

আইনের মাধ্যমে মানুষের ক্ষমতায়ন - এই বিশ্বাসে তিনি অবিচল ছিলেন। ন্যায়বিচারের প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং প্রান্তিক মানুষের প্রতি সহমর্মিতা ইএলকপের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিল।

এলকপ মনে করে, তাঁর মৃত্যু বাংলাদেশের আইন শিক্ষা ও সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মেধা, সততা ও নিষ্ঠা আগামী প্রজন্মকে ন্যায়নিষ্ঠ ও মানবিক সমাজ গঠনের পথে অনুপ্রাণিত করবে।

এলকপ তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছে।