CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি, ডিআরইউর নিন্দা

#
news image

সংবাদ প্রকাশের জেরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান কার্যনির্বাহী কমিটির পক্ষে এ দাবি জানান।
জানা গেছে, শামছুল ইসলামের বিরুদ্ধে জিডিটি করেছেন নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাস। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন। ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় তিনি এই জিডি দায়ের করেন।

বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বেশির ভাগ ক্ষেত্রে এসব ঘটনার সঠিক বিচার না হওয়ায় দোষীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

নেতারা আরও বলেন, সংবাদ প্রকাশ একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যেকোনো ঘটনা সাংবাদিক জনগণের সামনে তুলে ধরতে পারেন। বনানী বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে-এটি তার দুর্নীতিসংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ বলে মনে হয়।

তারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি, হয়রানি ও আইনি চাপের মুখে ফেলতে যে প্রবণতা দেখা দিচ্ছে, তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৫,  6:35 PM

news image

সংবাদ প্রকাশের জেরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান কার্যনির্বাহী কমিটির পক্ষে এ দাবি জানান।
জানা গেছে, শামছুল ইসলামের বিরুদ্ধে জিডিটি করেছেন নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাস। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন। ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় তিনি এই জিডি দায়ের করেন।

বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বেশির ভাগ ক্ষেত্রে এসব ঘটনার সঠিক বিচার না হওয়ায় দোষীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

নেতারা আরও বলেন, সংবাদ প্রকাশ একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যেকোনো ঘটনা সাংবাদিক জনগণের সামনে তুলে ধরতে পারেন। বনানী বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে-এটি তার দুর্নীতিসংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ বলে মনে হয়।

তারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি, হয়রানি ও আইনি চাপের মুখে ফেলতে যে প্রবণতা দেখা দিচ্ছে, তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।