স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর, ২০২৫, 4:49 PM
দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ১৪৭/১ ( মুমিনুল ১৫*, সাদমান ৬৮*; জয় ৬০)
আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (টাকার ৭৫*; স্টার্লিং ২৭, বালবার্নি ২১, কারমাইকেল ১৭, ক্যাম্ফার ০, টেক্টর ১৪, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, জার্ডান ৪৯, হোয়ে ৪, হামফ্রিজ ৪)
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (এবাদত ১৮*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩, মুশফিক ১০৬, মিরাজ ৪৭, লিটন ১২৮, তাইজুল ৪, মুরাদ ১১, খালেদ ৮)
জয়ের আউটে ভেঙেছে ১১৯ রানের ওপেনিং জুটি
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার মিলে সলিড ব্যাটিং করছিলেন। শুরুর জুটিতেই যোগ করেন ১১৯ রান। তাতে লিড তিনশও ছাড়ায় স্বাগতিকদের। এই সময় সাদমান ইসলাম তুলে নেন অষ্টম ফিফটি, মাহমুদুল হাসান জয় তুলে দেখা পান পঞ্চম ফিফটির। দিনের শেষ ভাগে এসে ৬০ রানে হোয়ের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন জয়।
দ্বিতীয় ইনিংসে ভালো সূচনার পর চায়ের বিরতিতে বাংলাদেশ
আয়ারল্যান্ডকে ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনার মিলে দারুণ সূচনাও পেয়েছেন। চায়ের বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪১ রান। স্বাগতিকরা এখন ২৫২ রানে এগিয়ে। সাদমান ব্যাট করছেন ১৮ রানে, জয় ২৩ রানে।
এর আগে আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট করেছে বাংলাদেশ। তাতে স্বাগতিক দল লিড পেয়েছে ২১১ রানের।
২৬৫ রানে শেষ আয়ারল্যান্ডের প্রথম ইনিংস
দিনের শুরুতে বাংলাদেশকে ভোগাচ্ছিল ষষ্ঠ উইকেট জুটি। সেই জুটি ভেঙে লাঞ্চের আগে স্বস্তি এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। একই ওভারে আবারও আঘাত হেনে আইরিশদের সপ্তম উইকেটও তুলে নিয়েছিলেন তাইজুল। তার পর আবার আয়ারল্যান্ডকে এগিয়ে নিতে থাকে জর্ডান নিল ও লরকান টাকারের অষ্টম উইকেট জুটি। দ্বিতীয় সেশনে তাদের দুর্দান্ত জুটিতে ভর করে ফলোঅনের শঙ্কা থেকে নিজেদের বাঁচাতে লড়াই করছিল আয়ারল্যান্ড। কিন্তু দ্বিতীয় নতুন বল নেওয়ার সিদ্ধান্তটা সঙ্গে সঙ্গেই ফল এনে দেয় বাংলাদেশের। তার পর মাত্র তিন ওভারে ভেঙে যায় আয়ারল্যান্ডের অষ্টম উইকেটের ৭৪ রানের জুটি। ৪৯ রানে কাটা পড়েন জর্ডান নিল। এরপর নতুন বলে আক্রমণে এসে উইকেটশিকারিদের তালিকায় নাম লেখান খালেদ। সাজঘরে পাঠান গ্যাভিন হোয়েকে। তার পর ম্যাথু হামফ্রিজকে তাইজুল তুলে নিলে ২৬৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। সফরকারীরা ফলোঅনে পড়লেও তাদের ফলোঅনে না পাঠিয়ে আবার ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পেয়েছে ২১১ রানের। টাকার অপরাজিত ছিলেন ৭৫ রানে।
৭৬ রানে ৪ উইকেট নিয়ে তাইজুল বাংলাদেশের হয়ে টেস্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাম লিখিয়েছেন। তার উইকেট এখন ২৪৬। ৩৯ রানে দুটি উইকেট নেন খালেদ আহমেদ। ৫৩ রানে দুটি নেন হাসান মুরাদও। একটি করে নিয়েছেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
৭ উইকেটে ২১১ রানে লাঞ্চ বিরতিতে আয়ারল্যান্ড
বাংলাদেশ বড় লিড পাওয়ার আশায় তৃতীয় দিন শুরু করেছিল। কিন্তু সকাল থেকে ষষ্ঠ উইকেটে ভালো প্রতিরোধ গড়েন স্টিফেন ডোহেনি ও লরকান টাকার। ১৫০ বলে তারা ৮১ রানের জুটিতে বাংলাদেশকে হতাশ করছিলেন। ব্যবধান কমিয়ে আনছিলেন তারা। তার পর ভূমিকাম্পের কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। সেই বিরতি থেকে ফিরেই আঘাত হেনে এই জুটি ভাঙেন তাইজুল। ৫৯ তম ওভারে তিন বলের মধ্যে অসাধারণ দুটি ডেলিভারিতে তুলে নেন ৪৬ রানে ব্যাট করতে থাকা ডোহেনি ও নতুন ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনের উইকেট।
প্রথম সেশনে তাইজুলের দুই উইকেট শিকারে আবার চাপটা গিয়ে পড়েছে আইরিশদের ওপর। ফলোঅন এড়াতে তাদের প্রয়োজন আর ৬৫ রান। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে আইরিশদের প্রথম ইনিংসে সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান। লাঞ্চে যাওয়ার আগে অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে খেলছেন লরকান টাকার ও জর্ডান নিল। টাকার ফিফটি তুলে ৫৬ রানে ব্যাট করছেন, জর্ডান ব্যাট করছেন ২৪ রানে। তারা অবিচ্ছিন্ন ৩৬ রানে। আয়ারল্যান্ড এখনও ২৬৫ রানে পিছিয়ে।
বড় লিডের আশায় তৃতীয় দিনের খেলা শুরু বাংলাদেশের
সিরিজের দ্বিতীয় টেস্টেও কর্তৃত্ব করছে বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হওয়ার পর বল হাতেও আইরিশদের চেপে ধরেছেন তারা। তাতে প্রথম ইনিংসে বড় লিড পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই লক্ষ্যে আইরিশদের ইনিংস দ্রুত থামিয়ে দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিন খেলতে নেমেছে বাংলাদেশ।
গতকালকেই প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট তুলে সফরকারীদের বিপর্যস্ত করে ছেড়েছে বাংলাদেশ। ৫ উইকেটে ৯৮ রান নিয়ে তারা তৃতীয় দিন শুরু করেছে। দলটা এখনও পিছিয়ে ৩৭৮ রানে। ব্যাট করছেন লরকান টাকার ১১* ও স্টিফেন ডোহেনি ২*।
১০ রানে দুটি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন বামহাতি স্পিনার হাসান মুরাদ। একটি করে নেন খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর, ২০২৫, 4:49 PM
দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ১৪৭/১ ( মুমিনুল ১৫*, সাদমান ৬৮*; জয় ৬০)
আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (টাকার ৭৫*; স্টার্লিং ২৭, বালবার্নি ২১, কারমাইকেল ১৭, ক্যাম্ফার ০, টেক্টর ১৪, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, জার্ডান ৪৯, হোয়ে ৪, হামফ্রিজ ৪)
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (এবাদত ১৮*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩, মুশফিক ১০৬, মিরাজ ৪৭, লিটন ১২৮, তাইজুল ৪, মুরাদ ১১, খালেদ ৮)
জয়ের আউটে ভেঙেছে ১১৯ রানের ওপেনিং জুটি
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার মিলে সলিড ব্যাটিং করছিলেন। শুরুর জুটিতেই যোগ করেন ১১৯ রান। তাতে লিড তিনশও ছাড়ায় স্বাগতিকদের। এই সময় সাদমান ইসলাম তুলে নেন অষ্টম ফিফটি, মাহমুদুল হাসান জয় তুলে দেখা পান পঞ্চম ফিফটির। দিনের শেষ ভাগে এসে ৬০ রানে হোয়ের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন জয়।
দ্বিতীয় ইনিংসে ভালো সূচনার পর চায়ের বিরতিতে বাংলাদেশ
আয়ারল্যান্ডকে ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনার মিলে দারুণ সূচনাও পেয়েছেন। চায়ের বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪১ রান। স্বাগতিকরা এখন ২৫২ রানে এগিয়ে। সাদমান ব্যাট করছেন ১৮ রানে, জয় ২৩ রানে।
এর আগে আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট করেছে বাংলাদেশ। তাতে স্বাগতিক দল লিড পেয়েছে ২১১ রানের।
২৬৫ রানে শেষ আয়ারল্যান্ডের প্রথম ইনিংস
দিনের শুরুতে বাংলাদেশকে ভোগাচ্ছিল ষষ্ঠ উইকেট জুটি। সেই জুটি ভেঙে লাঞ্চের আগে স্বস্তি এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। একই ওভারে আবারও আঘাত হেনে আইরিশদের সপ্তম উইকেটও তুলে নিয়েছিলেন তাইজুল। তার পর আবার আয়ারল্যান্ডকে এগিয়ে নিতে থাকে জর্ডান নিল ও লরকান টাকারের অষ্টম উইকেট জুটি। দ্বিতীয় সেশনে তাদের দুর্দান্ত জুটিতে ভর করে ফলোঅনের শঙ্কা থেকে নিজেদের বাঁচাতে লড়াই করছিল আয়ারল্যান্ড। কিন্তু দ্বিতীয় নতুন বল নেওয়ার সিদ্ধান্তটা সঙ্গে সঙ্গেই ফল এনে দেয় বাংলাদেশের। তার পর মাত্র তিন ওভারে ভেঙে যায় আয়ারল্যান্ডের অষ্টম উইকেটের ৭৪ রানের জুটি। ৪৯ রানে কাটা পড়েন জর্ডান নিল। এরপর নতুন বলে আক্রমণে এসে উইকেটশিকারিদের তালিকায় নাম লেখান খালেদ। সাজঘরে পাঠান গ্যাভিন হোয়েকে। তার পর ম্যাথু হামফ্রিজকে তাইজুল তুলে নিলে ২৬৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। সফরকারীরা ফলোঅনে পড়লেও তাদের ফলোঅনে না পাঠিয়ে আবার ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পেয়েছে ২১১ রানের। টাকার অপরাজিত ছিলেন ৭৫ রানে।
৭৬ রানে ৪ উইকেট নিয়ে তাইজুল বাংলাদেশের হয়ে টেস্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাম লিখিয়েছেন। তার উইকেট এখন ২৪৬। ৩৯ রানে দুটি উইকেট নেন খালেদ আহমেদ। ৫৩ রানে দুটি নেন হাসান মুরাদও। একটি করে নিয়েছেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
৭ উইকেটে ২১১ রানে লাঞ্চ বিরতিতে আয়ারল্যান্ড
বাংলাদেশ বড় লিড পাওয়ার আশায় তৃতীয় দিন শুরু করেছিল। কিন্তু সকাল থেকে ষষ্ঠ উইকেটে ভালো প্রতিরোধ গড়েন স্টিফেন ডোহেনি ও লরকান টাকার। ১৫০ বলে তারা ৮১ রানের জুটিতে বাংলাদেশকে হতাশ করছিলেন। ব্যবধান কমিয়ে আনছিলেন তারা। তার পর ভূমিকাম্পের কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। সেই বিরতি থেকে ফিরেই আঘাত হেনে এই জুটি ভাঙেন তাইজুল। ৫৯ তম ওভারে তিন বলের মধ্যে অসাধারণ দুটি ডেলিভারিতে তুলে নেন ৪৬ রানে ব্যাট করতে থাকা ডোহেনি ও নতুন ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনের উইকেট।
প্রথম সেশনে তাইজুলের দুই উইকেট শিকারে আবার চাপটা গিয়ে পড়েছে আইরিশদের ওপর। ফলোঅন এড়াতে তাদের প্রয়োজন আর ৬৫ রান। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে আইরিশদের প্রথম ইনিংসে সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান। লাঞ্চে যাওয়ার আগে অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে খেলছেন লরকান টাকার ও জর্ডান নিল। টাকার ফিফটি তুলে ৫৬ রানে ব্যাট করছেন, জর্ডান ব্যাট করছেন ২৪ রানে। তারা অবিচ্ছিন্ন ৩৬ রানে। আয়ারল্যান্ড এখনও ২৬৫ রানে পিছিয়ে।
বড় লিডের আশায় তৃতীয় দিনের খেলা শুরু বাংলাদেশের
সিরিজের দ্বিতীয় টেস্টেও কর্তৃত্ব করছে বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হওয়ার পর বল হাতেও আইরিশদের চেপে ধরেছেন তারা। তাতে প্রথম ইনিংসে বড় লিড পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই লক্ষ্যে আইরিশদের ইনিংস দ্রুত থামিয়ে দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিন খেলতে নেমেছে বাংলাদেশ।
গতকালকেই প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট তুলে সফরকারীদের বিপর্যস্ত করে ছেড়েছে বাংলাদেশ। ৫ উইকেটে ৯৮ রান নিয়ে তারা তৃতীয় দিন শুরু করেছে। দলটা এখনও পিছিয়ে ৩৭৮ রানে। ব্যাট করছেন লরকান টাকার ১১* ও স্টিফেন ডোহেনি ২*।
১০ রানে দুটি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন বামহাতি স্পিনার হাসান মুরাদ। একটি করে নেন খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।