CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

ঢাবি শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীনতা ভবন’ বরাদ্দের দাবি

#
news image

নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্টাফদের জন্য নির্মিত ২০ তলা বিশিষ্ট ‘স্বাধীনতা ভবন’ ঘেরাও করেছে মহসিন হলের এক দল শিক্ষার্থী। ভবনটি শিক্ষার্থীদের জন্য বরাদ্দের দাবি জানান তারা। তাদের অভিযোগ, আবাসিক ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা তাদের জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর ওই ভবন ঘেরাও করে তারা।

আন্দোলনকারীদের একজন মহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, গতকাল আমাদের জীবন বাঁচাতে ৫ তলা থেকে লাফ দিতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বার বার অনুরোধ করেছি, কিন্তু কোনও পদক্ষেপ নেই।

তিনি আরও বলেন, রানা প্লাজার মতো বড় কোনও দুর্ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি শুধু শোক জানিয়ে দায় এড়িয়ে যাবে?

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ৩০ মিনিটের আল্টিমেটাম দেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে আরেক নেতা জানান, ভিসি স্যার যদি ৩০ মিনিটের মধ্যে এসে স্বাধীনতা ভবন আমাদের বরাদ্দ না দেন, তাহলে আমরা নিজেদের দায়িত্বে ভবনের প্রত্যেকটি রুমে উঠে যাবো।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে ভূমিকম্পে মাত্রা ৫ দশমিক ৭। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এদিকে, ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ধসে তিন জন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৫,  5:05 PM

news image

নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্টাফদের জন্য নির্মিত ২০ তলা বিশিষ্ট ‘স্বাধীনতা ভবন’ ঘেরাও করেছে মহসিন হলের এক দল শিক্ষার্থী। ভবনটি শিক্ষার্থীদের জন্য বরাদ্দের দাবি জানান তারা। তাদের অভিযোগ, আবাসিক ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা তাদের জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর ওই ভবন ঘেরাও করে তারা।

আন্দোলনকারীদের একজন মহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, গতকাল আমাদের জীবন বাঁচাতে ৫ তলা থেকে লাফ দিতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বার বার অনুরোধ করেছি, কিন্তু কোনও পদক্ষেপ নেই।

তিনি আরও বলেন, রানা প্লাজার মতো বড় কোনও দুর্ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি শুধু শোক জানিয়ে দায় এড়িয়ে যাবে?

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ৩০ মিনিটের আল্টিমেটাম দেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে আরেক নেতা জানান, ভিসি স্যার যদি ৩০ মিনিটের মধ্যে এসে স্বাধীনতা ভবন আমাদের বরাদ্দ না দেন, তাহলে আমরা নিজেদের দায়িত্বে ভবনের প্রত্যেকটি রুমে উঠে যাবো।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে ভূমিকম্পে মাত্রা ৫ দশমিক ৭। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এদিকে, ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ধসে তিন জন নিহত হয়েছেন।