CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

বিতর্কিত ধারা বাতিলের দাবিতে আটাব সদস্যদের গণস্বাক্ষর কর্মসূচি

#
news image

"ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রণ খসড়া আইন"-এর কতিপয় বিতর্কিত ধারা বাতিলের দাবিতে আজ আটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ) সাধারণ সদস্যদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল এজেন্সির পেশাদারিত্ব ও ব্যবসায়িক স্বার্থ রক্ষার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, খসড়া আইনের কিছু ধারা ট্রাভেল এজেন্সির স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করবে এবং তাদের ওপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করবে। এই ধারাগুলো সংশোধন বা বাতিল না হলে ট্রাভেল এজেন্সি ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতিবাদের মূল দাবি ও উদ্দেশ্য
প্রতিবাদ সমাবেশ থেকে আটাব সদস্যরা খসড়া আইনের বিতর্কিত ধারাগুলো অবিলম্বে বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

স্বাক্ষর সংগ্রহ: এই দাবিতে ট্রাভেল এজেন্সির বিপুল সংখ্যক সদস্য গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন, যা তাদের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতিফলন।

নিয়ন্ত্রণমূলক ধারা বাতিল: আটাব নেতারা অভিযোগ করেন যে, খসড়া আইনের কিছু ধারা ট্রাভেল এজেন্সির ওপর মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে ব্যবসায়িক স্বাধীনতা খর্ব করবে।

পেশাদারিত্ব রক্ষা: তাঁরা মনে করেন, আইন প্রণয়নের উদ্দেশ্য হওয়া উচিত ট্রাভেল এজেন্সির সেবার মানোন্নয়ন, কিন্তু বর্তমান খসড়াটি সে উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে।

এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আটাব সাধারণ সদস্যরা ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আরও সহজ, পেশাদার ও ব্যবসা-সহায়ক করার জন্য সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫,  5:29 PM

news image

"ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রণ খসড়া আইন"-এর কতিপয় বিতর্কিত ধারা বাতিলের দাবিতে আজ আটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ) সাধারণ সদস্যদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল এজেন্সির পেশাদারিত্ব ও ব্যবসায়িক স্বার্থ রক্ষার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, খসড়া আইনের কিছু ধারা ট্রাভেল এজেন্সির স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করবে এবং তাদের ওপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করবে। এই ধারাগুলো সংশোধন বা বাতিল না হলে ট্রাভেল এজেন্সি ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতিবাদের মূল দাবি ও উদ্দেশ্য
প্রতিবাদ সমাবেশ থেকে আটাব সদস্যরা খসড়া আইনের বিতর্কিত ধারাগুলো অবিলম্বে বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

স্বাক্ষর সংগ্রহ: এই দাবিতে ট্রাভেল এজেন্সির বিপুল সংখ্যক সদস্য গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন, যা তাদের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতিফলন।

নিয়ন্ত্রণমূলক ধারা বাতিল: আটাব নেতারা অভিযোগ করেন যে, খসড়া আইনের কিছু ধারা ট্রাভেল এজেন্সির ওপর মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে ব্যবসায়িক স্বাধীনতা খর্ব করবে।

পেশাদারিত্ব রক্ষা: তাঁরা মনে করেন, আইন প্রণয়নের উদ্দেশ্য হওয়া উচিত ট্রাভেল এজেন্সির সেবার মানোন্নয়ন, কিন্তু বর্তমান খসড়াটি সে উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে।

এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আটাব সাধারণ সদস্যরা ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আরও সহজ, পেশাদার ও ব্যবসা-সহায়ক করার জন্য সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।