নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৫, 4:48 PM
জ্ঞান, গবেষণা, টেকসই ব্যবসা এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার পূর্বাচলের আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
গবেষক, শিক্ষাবিদ, শিল্প খাত ও নীতিনির্ধারকদের মধ্যে অভ্যন্তরীণ সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি: উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চতুর্থবার আয়োজিত এ সম্মেলনে জমা পড়া ১৯২ গবেষণাপত্রের মধ্যে ১১৩টি নির্বাচন করা হয়েছে।
গবেষণা উপস্থাপনা, মূল প্রবন্ধ, প্যানেল আলোচনা এবং টেকসই অর্থায়ন, ইএসজি রিপোর্টিং, এআই নৈতিকতা, পরিবেশ আইনসহ সমসাময়িক বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। শ্রেষ্ঠ গবেষণাপত্রগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। সম্মেলনে সরাসরি ও ভার্চুয়াল—দুইভাবেই অংশ নেওয়ার সুযোগ থাকবে।
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৫, 4:48 PM
জ্ঞান, গবেষণা, টেকসই ব্যবসা এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার পূর্বাচলের আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
গবেষক, শিক্ষাবিদ, শিল্প খাত ও নীতিনির্ধারকদের মধ্যে অভ্যন্তরীণ সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি: উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চতুর্থবার আয়োজিত এ সম্মেলনে জমা পড়া ১৯২ গবেষণাপত্রের মধ্যে ১১৩টি নির্বাচন করা হয়েছে।
গবেষণা উপস্থাপনা, মূল প্রবন্ধ, প্যানেল আলোচনা এবং টেকসই অর্থায়ন, ইএসজি রিপোর্টিং, এআই নৈতিকতা, পরিবেশ আইনসহ সমসাময়িক বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। শ্রেষ্ঠ গবেষণাপত্রগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। সম্মেলনে সরাসরি ও ভার্চুয়াল—দুইভাবেই অংশ নেওয়ার সুযোগ থাকবে।