নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, 4:00 PM
রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাফিজুর রহমান (৩৫) নামে এক বেকারী ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান বাগেরহাটের কচুয়া উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে মোহাম্মাদপুরের বশিলা এলাকায় থাকেন।
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায়েরবাজার এলাকা দিয়ে অটোরিকশায় যাওয়ার পথে চার-পাঁচজন ছিনতাইকারী পথরোধ করে ওই ব্যবসায়ীর। ছিনতাইকারীর তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে।
তিনি বলেন, “এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, 4:00 PM
রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাফিজুর রহমান (৩৫) নামে এক বেকারী ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান বাগেরহাটের কচুয়া উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে মোহাম্মাদপুরের বশিলা এলাকায় থাকেন।
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায়েরবাজার এলাকা দিয়ে অটোরিকশায় যাওয়ার পথে চার-পাঁচজন ছিনতাইকারী পথরোধ করে ওই ব্যবসায়ীর। ছিনতাইকারীর তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে।
তিনি বলেন, “এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”