রাবি প্রতিনিধি
৩০ নভেম্বর, ২০২৫, 6:32 PM
বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিসের (বিজেএস) গেজেট থেকে বাদ পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থীসহ সুপারিশপ্রাপ্ত ১৩ প্রার্থীকে গেজেটভুক্ত করার দাবি রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের। রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান বিভাগের শিক্ষার্থীরা।
এসময় তারা 'ইনজাস্টিস উইথ ফিউচার'‚ 'জাস্টিস নো মোর নো মোর' 'রাজনীতি চলুক নিজের পথে, নিয়োগ চলুক যোগ্যতার পথে' 'ভেরিফিকেশনের নামে প্রহসন‚ মানি না মানবো না' ইত্যাদি লেখা প্লাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা গেজেট সংশোধন করে বাদ পড়া প্রার্থীদের অন্তর্ভুক্তকরণ এবং বিজেএস পরীক্ষায় প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্তের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন ও স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বিল্লাল বলেন, 'আমাদের সংবিধানের আর্টিকেল ২৯ ও ৩৮ কে ক্ষুণ্ণ করে ১৭ তম জুডিশিয়ারি গেজেট থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের চারজন শিক্ষার্থীকে বাদ দেওয়া হয়েছ। আমরা এটা অনুমান করে নিচ্ছি যে, যাদের বাদ দেওয়া হয়েছে তাদের পরিবারের সদস্যরা বা কোন আত্মীয় হয়ত আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু তারা কোন ফৌজদারি অপরাধের সাথে জড়িত না। তাদের আত্মীয়রা আওয়ামীলীগ করার জন্য শুধুমাত্র তাদের বাদ দেওয়া হলো যা আমাদের সাংবিধানিক আইনকে ক্ষুন্ন করে।”
এসময় আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হোসেন বলেন, 'রাষ্ট্র আমাদের সঙ্গে বৈষম্য করতে পারে না। যে চরম বৈষম্য করা হয়েছে, সেটি স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন। আমাদের ভাই-বোনদের গেজেট আটকে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ না থাকা সত্বেও সরকার যদি গেজেটভু্ক্ত না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হব।'
আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার লিপু বলেন, 'যখন একজন ব্যক্তি সুপারিশপ্রাপ্ত হন, একজন সুপারিশপ্রাপ্তকে যখন দশ মাস ধরে বসিয়ে রাখার পরেও গেজেটভুক্ত না করা হয়, তখন তার জীবন থেকে এই সময়টি হারিয়ে যায়। অনেক কষ্টের মাধ্যমে একটা পর্যায়ে চলে এসে একজন শিক্ষার্থীকে যদি অন্য চাকরির জন্য প্রস্তুতি নিতে হয়,তাহলে সেটা অনেক বড় একটা বৈষম্য।'
রাবি প্রতিনিধি
৩০ নভেম্বর, ২০২৫, 6:32 PM
বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিসের (বিজেএস) গেজেট থেকে বাদ পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থীসহ সুপারিশপ্রাপ্ত ১৩ প্রার্থীকে গেজেটভুক্ত করার দাবি রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের। রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান বিভাগের শিক্ষার্থীরা।
এসময় তারা 'ইনজাস্টিস উইথ ফিউচার'‚ 'জাস্টিস নো মোর নো মোর' 'রাজনীতি চলুক নিজের পথে, নিয়োগ চলুক যোগ্যতার পথে' 'ভেরিফিকেশনের নামে প্রহসন‚ মানি না মানবো না' ইত্যাদি লেখা প্লাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা গেজেট সংশোধন করে বাদ পড়া প্রার্থীদের অন্তর্ভুক্তকরণ এবং বিজেএস পরীক্ষায় প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্তের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন ও স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বিল্লাল বলেন, 'আমাদের সংবিধানের আর্টিকেল ২৯ ও ৩৮ কে ক্ষুণ্ণ করে ১৭ তম জুডিশিয়ারি গেজেট থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের চারজন শিক্ষার্থীকে বাদ দেওয়া হয়েছ। আমরা এটা অনুমান করে নিচ্ছি যে, যাদের বাদ দেওয়া হয়েছে তাদের পরিবারের সদস্যরা বা কোন আত্মীয় হয়ত আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু তারা কোন ফৌজদারি অপরাধের সাথে জড়িত না। তাদের আত্মীয়রা আওয়ামীলীগ করার জন্য শুধুমাত্র তাদের বাদ দেওয়া হলো যা আমাদের সাংবিধানিক আইনকে ক্ষুন্ন করে।”
এসময় আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হোসেন বলেন, 'রাষ্ট্র আমাদের সঙ্গে বৈষম্য করতে পারে না। যে চরম বৈষম্য করা হয়েছে, সেটি স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন। আমাদের ভাই-বোনদের গেজেট আটকে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ না থাকা সত্বেও সরকার যদি গেজেটভু্ক্ত না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হব।'
আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার লিপু বলেন, 'যখন একজন ব্যক্তি সুপারিশপ্রাপ্ত হন, একজন সুপারিশপ্রাপ্তকে যখন দশ মাস ধরে বসিয়ে রাখার পরেও গেজেটভুক্ত না করা হয়, তখন তার জীবন থেকে এই সময়টি হারিয়ে যায়। অনেক কষ্টের মাধ্যমে একটা পর্যায়ে চলে এসে একজন শিক্ষার্থীকে যদি অন্য চাকরির জন্য প্রস্তুতি নিতে হয়,তাহলে সেটা অনেক বড় একটা বৈষম্য।'