CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’, যোগ দেবেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা

#
news image

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি এসেছে। সোমবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের যোগ দেওয়ার একটি খবর মিলেছে। তবে চিকিৎসকরা কবে ঢাকায় এসে পৌঁছাবেন, এ নিয়ে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। ইতোমধ্যে অ্যাডভান্স টিম আসার খবর মিলেছে, কিন্তু কেউ উদ্ধৃত হতে সম্মত হননি।


দলের একটি সূত্র জানিয়েছে, চীনের চিকিৎসকদের আসার কথা। এ বিষয়ে দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পায়নি বাংলা ট্রিবিউন।


গত কয়েক দিন ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খারাপ খবর দিচ্ছিলেন চিকিৎসকরা। তাকে নেওয়া হয়েছে সিসিইউতে। সোমবার (১ ডিসেম্বর) এই প্রতিবেদন লেখার সময় তার রাজনৈতিক কার্যালয় সূত্র জানিয়েছে, তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।”

বিএনপি চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে খালেদা জিয়ার আরোগ্য কামনায় প্রার্থনা সভা আয়োজন করছে বিএনপি। স্থানীয় নেতাকর্মীরা গরু, খাসি জবাই করে দোয়ার অনুষ্ঠান করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের মতো হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে এসেছেন। কোনও কোনও নেতা বিবৃতিতে খালেদা জিয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে একটি দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক, এ ব্যাপারে কারও কথায় কেউ বিভ্রান্ত হবেন না।”

তিনি বলেন, ‘‘বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি—তার চিকিৎসা চলছে, এটাই আপডেট। আপনারা সবাই দোয়া করুন। আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।”

অপতথ্য নিয়ে সতর্ক বিএনপি

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানামুখী তথ্য আসায় সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। ইতোমধ্যে গত দুই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় নানা বক্তব্য বিশ্লেষণ করে কেবল ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের উদ্ধৃতি ছাড়া কোনও বক্তব্যই গ্রহণযোগ্য না বলে জানিয়েছে বিএনপি।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনও তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন। তিনি সার্বক্ষণিক চেয়ারপারসনের পাশে থেকে পর্যবেক্ষণ করছেন।’’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী। তিনি বলেন, ‘‘সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।’’ কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রিজভী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘‘‘বেগম খালেদা জিয়া দেশের সব মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন তার গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে। আমরা সবাই দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন। চিকিৎসার বিষয়ে কথা বলার দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন ডা. জাহিদ হোসেন।’’

স্থায়ী কমিটির বৈঠক রাতে

সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টায় যথারীতি এই নিয়মিত বৈঠক হবে। আজকের বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে করণীয় বিষয়ে আলোচনা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  6:56 PM

news image

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি এসেছে। সোমবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের যোগ দেওয়ার একটি খবর মিলেছে। তবে চিকিৎসকরা কবে ঢাকায় এসে পৌঁছাবেন, এ নিয়ে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। ইতোমধ্যে অ্যাডভান্স টিম আসার খবর মিলেছে, কিন্তু কেউ উদ্ধৃত হতে সম্মত হননি।


দলের একটি সূত্র জানিয়েছে, চীনের চিকিৎসকদের আসার কথা। এ বিষয়ে দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পায়নি বাংলা ট্রিবিউন।


গত কয়েক দিন ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খারাপ খবর দিচ্ছিলেন চিকিৎসকরা। তাকে নেওয়া হয়েছে সিসিইউতে। সোমবার (১ ডিসেম্বর) এই প্রতিবেদন লেখার সময় তার রাজনৈতিক কার্যালয় সূত্র জানিয়েছে, তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।”

বিএনপি চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে খালেদা জিয়ার আরোগ্য কামনায় প্রার্থনা সভা আয়োজন করছে বিএনপি। স্থানীয় নেতাকর্মীরা গরু, খাসি জবাই করে দোয়ার অনুষ্ঠান করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের মতো হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে এসেছেন। কোনও কোনও নেতা বিবৃতিতে খালেদা জিয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে একটি দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক, এ ব্যাপারে কারও কথায় কেউ বিভ্রান্ত হবেন না।”

তিনি বলেন, ‘‘বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি—তার চিকিৎসা চলছে, এটাই আপডেট। আপনারা সবাই দোয়া করুন। আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।”

অপতথ্য নিয়ে সতর্ক বিএনপি

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানামুখী তথ্য আসায় সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। ইতোমধ্যে গত দুই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় নানা বক্তব্য বিশ্লেষণ করে কেবল ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের উদ্ধৃতি ছাড়া কোনও বক্তব্যই গ্রহণযোগ্য না বলে জানিয়েছে বিএনপি।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনও তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন। তিনি সার্বক্ষণিক চেয়ারপারসনের পাশে থেকে পর্যবেক্ষণ করছেন।’’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী। তিনি বলেন, ‘‘সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।’’ কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রিজভী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘‘‘বেগম খালেদা জিয়া দেশের সব মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন তার গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে। আমরা সবাই দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন। চিকিৎসার বিষয়ে কথা বলার দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন ডা. জাহিদ হোসেন।’’

স্থায়ী কমিটির বৈঠক রাতে

সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টায় যথারীতি এই নিয়মিত বৈঠক হবে। আজকের বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে করণীয় বিষয়ে আলোচনা হতে পারে।