CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

পল্লবীতে মাঠে ক্রিকেট খেলার সময় ছুরিকাঘাত, আহত ৩

#
news image

রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ বিহারী ক্যাম্প জল্লা কলোনি এলাকায় ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে মাঠে ক্রিকেট খেলার সময় এই ঘটনা ঘটে।

জানা গেছে, জল্লা কলোনি এলাকার মিঠুনসহ তার তিন বন্ধু মঙ্গলবার বিকালে মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বিহারী ক্যাম্পের শাকিল নামের এক ব্যক্তির ছেলেসহ চার-পাঁচ জন মিলে মিঠুনসহ আরও দুই জনকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হয় এবং পরে দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহত মিঠুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  3:59 PM

news image

রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ বিহারী ক্যাম্প জল্লা কলোনি এলাকায় ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে মাঠে ক্রিকেট খেলার সময় এই ঘটনা ঘটে।

জানা গেছে, জল্লা কলোনি এলাকার মিঠুনসহ তার তিন বন্ধু মঙ্গলবার বিকালে মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বিহারী ক্যাম্পের শাকিল নামের এক ব্যক্তির ছেলেসহ চার-পাঁচ জন মিলে মিঠুনসহ আরও দুই জনকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হয় এবং পরে দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহত মিঠুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।