CKEditor 5 Sample
ঢাকা ০২ জানুয়ারি, ২০২৬

বিশ্বকাপের আগে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স

#
news image

২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। গা গরমের ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার মুখোমুখি হবে লে ব্লুরা। ম্যাচের কথা নিশ্চিত করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

দেশম বলেছেন, ‘যেখানে বড় টুর্নামেন্টটি হবে, সেখানে গিয়ে খেলাটা সব সময়ই ভালো। ব্রাজিল ও কলম্বিয়ার মতো দলের বিপক্ষে খেলা আমাদের জন্য খুবই ভালোভাবে কাজে দেবে।’


ফ্রান্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে বোস্টনে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের বিশ্বকাপে এই শহরটিকেই নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে ফরাসিরা। অন্যদিকে ওয়াশিংটনে মুখোমুখি হবে কলম্বিয়ার। 


সবশেষ কাতার বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ফ্রান্স। এর আগে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জিতেছিল দেশমের দল।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘আই’-তে পড়েছে ফরাসিরা। তাদের সঙ্গে রয়েছে সেনেগাল, নরওয়ে। তাছাড়া ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যে অনুষ্ঠেয় প্লে-অফের মধ্যকার বিজয়ী দলও সেখানে যোগ দেবে।

আগামী মে মাসের মাঝামাঝি সময় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন দেশম। টুর্নামেন্ট শেষে ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। তার উত্তরসূরি হিসেবে সাবেক তারকা জিনেদিন জিদানকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৫,  4:38 PM

news image

২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। গা গরমের ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার মুখোমুখি হবে লে ব্লুরা। ম্যাচের কথা নিশ্চিত করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

দেশম বলেছেন, ‘যেখানে বড় টুর্নামেন্টটি হবে, সেখানে গিয়ে খেলাটা সব সময়ই ভালো। ব্রাজিল ও কলম্বিয়ার মতো দলের বিপক্ষে খেলা আমাদের জন্য খুবই ভালোভাবে কাজে দেবে।’


ফ্রান্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে বোস্টনে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের বিশ্বকাপে এই শহরটিকেই নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে ফরাসিরা। অন্যদিকে ওয়াশিংটনে মুখোমুখি হবে কলম্বিয়ার। 


সবশেষ কাতার বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ফ্রান্স। এর আগে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জিতেছিল দেশমের দল।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘আই’-তে পড়েছে ফরাসিরা। তাদের সঙ্গে রয়েছে সেনেগাল, নরওয়ে। তাছাড়া ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যে অনুষ্ঠেয় প্লে-অফের মধ্যকার বিজয়ী দলও সেখানে যোগ দেবে।

আগামী মে মাসের মাঝামাঝি সময় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন দেশম। টুর্নামেন্ট শেষে ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। তার উত্তরসূরি হিসেবে সাবেক তারকা জিনেদিন জিদানকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।