নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, 6:31 PM
শীতের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে শরীরের কিছুটা সময় লাগে। তার ওপর কখনও তীব্র শীত, আবার কোনো দিন ঠান্ডা কমে যাওয়া। আবহাওয়ার এমন খেয়ালিপনার সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো খুব সহজ নয়। এ সময়ে খুসখুসে কাশি বা ঠান্ডা লাগা, শ্লেষ্মাজনিত অসুখের প্রকোপ বাড়ে। এই সমস্যায় পড়লে যা করবেন—
* ধূমপান ও বায়ুদূষণ কাশির একটি অন্যতম কারণ। তাই ধূমপান বর্জন করুন।
* ধুলাবালিতে কাশি হলে ঘর ঝাড়ু দেওয়া, ঝুল ঝাড়া ইত্যাদি এড়িয়ে চলুন।
* ঠান্ডার সমস্যা হলে গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন। খুব ঠান্ডা পানি খাবেন না।
* লিকার চা, কুসুম গরম পানিতে মধু ও লেবুর রস, গরম স্যুপ ইত্যাদি কাশি সারাতে সাহায্য করে।
* গরম পানির ভাপ নিতে পারেন, দীর্ঘদিন ধরে কাশিতে ভুগলে বিশেষ করে ধূমপায়ীরা সতর্ক হোন ও চিকিৎসকের পরামর্শ নিন।
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, 6:31 PM
শীতের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে শরীরের কিছুটা সময় লাগে। তার ওপর কখনও তীব্র শীত, আবার কোনো দিন ঠান্ডা কমে যাওয়া। আবহাওয়ার এমন খেয়ালিপনার সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো খুব সহজ নয়। এ সময়ে খুসখুসে কাশি বা ঠান্ডা লাগা, শ্লেষ্মাজনিত অসুখের প্রকোপ বাড়ে। এই সমস্যায় পড়লে যা করবেন—
* ধূমপান ও বায়ুদূষণ কাশির একটি অন্যতম কারণ। তাই ধূমপান বর্জন করুন।
* ধুলাবালিতে কাশি হলে ঘর ঝাড়ু দেওয়া, ঝুল ঝাড়া ইত্যাদি এড়িয়ে চলুন।
* ঠান্ডার সমস্যা হলে গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন। খুব ঠান্ডা পানি খাবেন না।
* লিকার চা, কুসুম গরম পানিতে মধু ও লেবুর রস, গরম স্যুপ ইত্যাদি কাশি সারাতে সাহায্য করে।
* গরম পানির ভাপ নিতে পারেন, দীর্ঘদিন ধরে কাশিতে ভুগলে বিশেষ করে ধূমপায়ীরা সতর্ক হোন ও চিকিৎসকের পরামর্শ নিন।