CKEditor 5 Sample
ঢাকা ০২ জানুয়ারি, ২০২৬

রাবির পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের রজত জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন

#
news image

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস)। শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান উদযাপন করেন ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।

সকালে রেজিস্ট্রেশন, কিট ও নাশতা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানসূচি শুরু হয়। পরে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালি এবং ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আগমন ও ফুলেল শুভেচ্ছা জানানোর পর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর শরীফ ওসমান হাদীসহ ইন্সটিটিউটের প্রয়াতদেরকে স্মরণ করে নীরবতা পালন করা হয়। এরপর সদস্য সচিবের স্বাগত বক্তব্য, স্মারক বক্তব্য, বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করা হয়। এ সময় আইইএস-এর দীর্ঘ ২৫ বছরের শিক্ষা, গবেষণা ও পরিবেশ সংরক্ষণে অবদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে কৃতিত্বপূর্ণ গবেষণার জন্য তিন ক্যাটাগরিতে ছয়জনকে গবেষণা সম্মাননা প্রদান করা হয়। পরে সভাপতির বক্তব্য ও চা বিরতির মাধ্যমে দিনের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
দুপুরে সমাপনী অনুষ্ঠান, জুমার নামাজ, মধ্যাহ্নভোজ এবং এলামনাই কমিটি গঠন অনুষ্ঠিত হয়। বিকেলে খেলাধুলা ও র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। সন্ধ্যায় নামাজের বিরতির পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় গালা ডিনার।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশগ্রহণ করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “মানুষ সৃষ্টির বহু আগে থেকেই এই পৃথিবীতে পরিবেশ ও প্রতিবেশ বিদ্যমান ছিল। তাই মানুষ, প্রকৃতি ও পরিবেশ - এই তিনের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। আজকের বিশ্ব যে জলবায়ু পরিবর্তনের সংকটে রয়েছে, তা মোকাবিলায় পরিবেশ বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এই ইনস্টিটিউটের শিক্ষক ও গবেষকরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশ ও জাতিকে কার্যকর দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন ইনস্টিটিউটের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. শামসুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “অধ্যাপক ড. শামসুর রহমানের দূরদর্শী চিন্তা ও নেতৃত্বের ফলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আজ ২৫ বছর পর দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, এই ইনস্টিটিউট পরিবেশ শিক্ষা ও গবেষণায় একটি শক্ত অবস্থান তৈরি করেছে। এখান থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও এই ইনস্টিটিউট পরিবেশবান্ধব সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।”

রাবি প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২৫,  3:54 PM

news image

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস)। শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান উদযাপন করেন ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।

সকালে রেজিস্ট্রেশন, কিট ও নাশতা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানসূচি শুরু হয়। পরে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালি এবং ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আগমন ও ফুলেল শুভেচ্ছা জানানোর পর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর শরীফ ওসমান হাদীসহ ইন্সটিটিউটের প্রয়াতদেরকে স্মরণ করে নীরবতা পালন করা হয়। এরপর সদস্য সচিবের স্বাগত বক্তব্য, স্মারক বক্তব্য, বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করা হয়। এ সময় আইইএস-এর দীর্ঘ ২৫ বছরের শিক্ষা, গবেষণা ও পরিবেশ সংরক্ষণে অবদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে কৃতিত্বপূর্ণ গবেষণার জন্য তিন ক্যাটাগরিতে ছয়জনকে গবেষণা সম্মাননা প্রদান করা হয়। পরে সভাপতির বক্তব্য ও চা বিরতির মাধ্যমে দিনের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
দুপুরে সমাপনী অনুষ্ঠান, জুমার নামাজ, মধ্যাহ্নভোজ এবং এলামনাই কমিটি গঠন অনুষ্ঠিত হয়। বিকেলে খেলাধুলা ও র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। সন্ধ্যায় নামাজের বিরতির পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় গালা ডিনার।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশগ্রহণ করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “মানুষ সৃষ্টির বহু আগে থেকেই এই পৃথিবীতে পরিবেশ ও প্রতিবেশ বিদ্যমান ছিল। তাই মানুষ, প্রকৃতি ও পরিবেশ - এই তিনের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। আজকের বিশ্ব যে জলবায়ু পরিবর্তনের সংকটে রয়েছে, তা মোকাবিলায় পরিবেশ বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এই ইনস্টিটিউটের শিক্ষক ও গবেষকরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশ ও জাতিকে কার্যকর দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন ইনস্টিটিউটের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. শামসুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “অধ্যাপক ড. শামসুর রহমানের দূরদর্শী চিন্তা ও নেতৃত্বের ফলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আজ ২৫ বছর পর দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, এই ইনস্টিটিউট পরিবেশ শিক্ষা ও গবেষণায় একটি শক্ত অবস্থান তৈরি করেছে। এখান থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও এই ইনস্টিটিউট পরিবেশবান্ধব সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।”