CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

গণমাধ্যমের ওপর নগ্ন হামলা, স্বাধীন মতপ্রকাশের বাধা : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

#
news image

সন্ত্রাসী হামলায় জুলাইযোদ্ধা ওসমান হাদীর মৃত্যুর পর যখন সারা দেশের শোকাহত মানুষ তাঁর জন্য প্রার্থনারত, ঠিক সেই সময় প্রতিবাদের নামে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশাপাশি প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনাও ঘটে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশপ্রেমিক ওসমান হাদীর মৃত্যুতে যখন সাধারণ মানুষ শোকার্ত হয়ে প্রার্থনায় লিপ্ত, ঠিক তখনই প্রতিবাদের নামে একদল স্বার্থান্বেষী মহল দেশের প্রধান গণমাধ্যম দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। যা জাতি হিসেবে বিশ্বদরবারে আমাদের দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

প্রথম আলো ও ডেইলি স্টারের পাশাপাশি নিউ এজ সম্পাদক দেশপ্রেমিক সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা এবং খুলনার ডুমুরিয়ায় একজন সাংবাদিককে হত্যার ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর নগ্ন আঘাত এবং মতপ্রকাশের স্বাধীনতাকে চরমভাবে বাধাগ্রস্ত করেছে।

এ ধরনের সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দল-মত, জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

এ সময় ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর প্রকাশ্যে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অহিংস ও বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সে বাংলাদেশে এ ধরনের সহিংসতা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ।

এছাড়া চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার প্রচেষ্টা এবং ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায়ও তীব্র নিন্দা জানান তারা।

সহিংসতা ও প্রতিহিংসার পথ পরিহার করে সবাইকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার।

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫,  6:22 PM

news image

সন্ত্রাসী হামলায় জুলাইযোদ্ধা ওসমান হাদীর মৃত্যুর পর যখন সারা দেশের শোকাহত মানুষ তাঁর জন্য প্রার্থনারত, ঠিক সেই সময় প্রতিবাদের নামে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশাপাশি প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনাও ঘটে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশপ্রেমিক ওসমান হাদীর মৃত্যুতে যখন সাধারণ মানুষ শোকার্ত হয়ে প্রার্থনায় লিপ্ত, ঠিক তখনই প্রতিবাদের নামে একদল স্বার্থান্বেষী মহল দেশের প্রধান গণমাধ্যম দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। যা জাতি হিসেবে বিশ্বদরবারে আমাদের দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

প্রথম আলো ও ডেইলি স্টারের পাশাপাশি নিউ এজ সম্পাদক দেশপ্রেমিক সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা এবং খুলনার ডুমুরিয়ায় একজন সাংবাদিককে হত্যার ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর নগ্ন আঘাত এবং মতপ্রকাশের স্বাধীনতাকে চরমভাবে বাধাগ্রস্ত করেছে।

এ ধরনের সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দল-মত, জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

এ সময় ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর প্রকাশ্যে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অহিংস ও বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সে বাংলাদেশে এ ধরনের সহিংসতা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ।

এছাড়া চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার প্রচেষ্টা এবং ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায়ও তীব্র নিন্দা জানান তারা।

সহিংসতা ও প্রতিহিংসার পথ পরিহার করে সবাইকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার।