স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, 5:51 PM
১০ দিন আগে বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানকে হারিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলে দুই দলের লড়াইয়ে অবশ্য কেউ জিততে পারেনি। গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিজেদের ভুলে তৃতীয় মিনিটেই গোল হজম করতে বসেছিল মোহামেডান। সতীর্থের ব্যাক পাস গোলকিপার সুজন হোসেন বাড়িয়েছিলেন শাকিল আহাদ তপুকে। বক্সে তালগোল পাকিয়ে তিনি বল তুলে দেন কিংসের ইমানুয়েল সানডের পায়ে। শট নেওয়ার জায়গা না থাকায় সানডে ছোট পাস বাড়িয়ে দেন রাকিব হোসেনকে। এই ফরোয়ার্ডের শট আঙুলের টোকায় কোনওমতে কর্নার করে দেন সুজন।
২১ মিনিটে সোহেল রানার লং পাস বক্সে রাকিব নাগাল পাওয়ার আগেই সুজন গ্লাভসে জমান। একটু পর বক্সের সামনে সানডেকে ট্যাকল করেন এলি কেকে। ফ্রি কিকের সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন তিনি। ফয়সাল আহমেদ ফাহিমের ফ্রি কিক বেরিয়ে যায় পোস্টের অনেকটা দূর দিয়ে। পরের মিনিটে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বল গ্যালারিতে উড়িয়ে মেরে হলুদ কার্ড দেখেন মোহামেডানের মরিসন।
৩১ মিনিটে পর ভুল পাসে তপু এবার বল তুলে দেন নাবিব নেওয়াজ জীবনের পায়ে। অভিজ্ঞ এই স্ট্রাইকারের শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে হতাশা বাড়ে কিংসের। প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের কাটব্যাকে রাকিব মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি কিংস।
বিরতির পর মোহামেডানের খেলায় কিছুটা গতি ফেরে। ৫৭ মিনিটে সুমন রেজার থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে গেলেও ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি মোজাফ্ফরভ। যার ফলে গোলকিপার আনিসুর রহমান জিকোকে আর পরীক্ষা দিতে হয়নি। তবে ৬১ মিনিটে মোজাফ্ফরভের বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিরিয়ে দলকে বাঁচান জিকো।
৭৮ মিনিটে ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির দুর্বল হেড ফেরান সুজন। একটু পর বক্সের ভেতরে ভালো জায়গায় বল পেয়েও বাইরে মেরে হতাশ করেন সানডে।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের সুযোগ হারায় মোহামেডান। ডান দিক থেকে রাহিম উদ্দিনের আড়াআড়ি ক্রসে স্যামুয়েল বোয়াটেং পা ছোঁয়ানোর আগেই দারুণ ক্ষীপ্রতায় কর্নার করে দেন তপু বর্মন। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
‘বি’ গ্রুপে মোহামেডান তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে। কিংস দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে।
স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, 5:51 PM
১০ দিন আগে বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানকে হারিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলে দুই দলের লড়াইয়ে অবশ্য কেউ জিততে পারেনি। গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিজেদের ভুলে তৃতীয় মিনিটেই গোল হজম করতে বসেছিল মোহামেডান। সতীর্থের ব্যাক পাস গোলকিপার সুজন হোসেন বাড়িয়েছিলেন শাকিল আহাদ তপুকে। বক্সে তালগোল পাকিয়ে তিনি বল তুলে দেন কিংসের ইমানুয়েল সানডের পায়ে। শট নেওয়ার জায়গা না থাকায় সানডে ছোট পাস বাড়িয়ে দেন রাকিব হোসেনকে। এই ফরোয়ার্ডের শট আঙুলের টোকায় কোনওমতে কর্নার করে দেন সুজন।
২১ মিনিটে সোহেল রানার লং পাস বক্সে রাকিব নাগাল পাওয়ার আগেই সুজন গ্লাভসে জমান। একটু পর বক্সের সামনে সানডেকে ট্যাকল করেন এলি কেকে। ফ্রি কিকের সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন তিনি। ফয়সাল আহমেদ ফাহিমের ফ্রি কিক বেরিয়ে যায় পোস্টের অনেকটা দূর দিয়ে। পরের মিনিটে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বল গ্যালারিতে উড়িয়ে মেরে হলুদ কার্ড দেখেন মোহামেডানের মরিসন।
৩১ মিনিটে পর ভুল পাসে তপু এবার বল তুলে দেন নাবিব নেওয়াজ জীবনের পায়ে। অভিজ্ঞ এই স্ট্রাইকারের শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে হতাশা বাড়ে কিংসের। প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের কাটব্যাকে রাকিব মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি কিংস।
বিরতির পর মোহামেডানের খেলায় কিছুটা গতি ফেরে। ৫৭ মিনিটে সুমন রেজার থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে গেলেও ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি মোজাফ্ফরভ। যার ফলে গোলকিপার আনিসুর রহমান জিকোকে আর পরীক্ষা দিতে হয়নি। তবে ৬১ মিনিটে মোজাফ্ফরভের বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিরিয়ে দলকে বাঁচান জিকো।
৭৮ মিনিটে ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির দুর্বল হেড ফেরান সুজন। একটু পর বক্সের ভেতরে ভালো জায়গায় বল পেয়েও বাইরে মেরে হতাশ করেন সানডে।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের সুযোগ হারায় মোহামেডান। ডান দিক থেকে রাহিম উদ্দিনের আড়াআড়ি ক্রসে স্যামুয়েল বোয়াটেং পা ছোঁয়ানোর আগেই দারুণ ক্ষীপ্রতায় কর্নার করে দেন তপু বর্মন। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
‘বি’ গ্রুপে মোহামেডান তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে। কিংস দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে।