CKEditor 5 Sample
ঢাকা ০২ জানুয়ারি, ২০২৬

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২৮ ডিসেম্বর

#
news image

দেশের অন্যতম বেসরকারি বিদ্যাপীঠ সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও অনুমোদনক্রমে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে সকাল ১০টায় এই সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে।


এবারের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডা. এস এম এ ফায়েজ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ ও সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আজিজ। সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে জনপ্রিয় ওয়ারফেজ ব্যান্ড দল, যারা নেচে-গেয়ে সমাবর্তনের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।


এবারের সমাবর্তনে স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ সেশন পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দীর্ঘ শিক্ষাজীবনের পর আনুষ্ঠানিকভাবে ডিগ্রি অর্জনের এই গৌরবময় মুহূর্তে অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সোনারগাঁও ইউনিভার্সিটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতির পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়টির ভূমিকা আরও একবার তুলে ধরা হবে।

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৫,  4:42 PM

news image

দেশের অন্যতম বেসরকারি বিদ্যাপীঠ সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও অনুমোদনক্রমে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে সকাল ১০টায় এই সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে।


এবারের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডা. এস এম এ ফায়েজ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ ও সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আজিজ। সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে জনপ্রিয় ওয়ারফেজ ব্যান্ড দল, যারা নেচে-গেয়ে সমাবর্তনের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।


এবারের সমাবর্তনে স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ সেশন পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দীর্ঘ শিক্ষাজীবনের পর আনুষ্ঠানিকভাবে ডিগ্রি অর্জনের এই গৌরবময় মুহূর্তে অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সোনারগাঁও ইউনিভার্সিটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতির পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়টির ভূমিকা আরও একবার তুলে ধরা হবে।