CKEditor 5 Sample
ঢাকা ০২ জানুয়ারি, ২০২৬

রাবির বোটানি সমিতির নির্বাচন অনুষ্ঠিত, নেতৃত্বে তৌহিদুর-সাকিব

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন বোটানি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী শিক্ষাবর্ষের জন্য এই সংগঠনে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করবে মো. তৌহিদুর রহমান (বাপ্পি ওবায়দুল্লাহ) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাকিব হাসান। এ দিকে কমিটির সভাপতি পদ বিভাগীয় সভাপতির জন্য নির্ধারিত।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সহ-পত্রিকা সম্পাদক রিজওয়ান আহমেস তাসিন।

বোটানি সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শহীদুল আলম, নির্বাচন কার্যক্রমে অংশ নেওয়া অন্যান্য শিক্ষকরা হলেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক মোছা: ফেরদৌসী বেগম, অধ্যাপক ফারজানা আশরাফি নীলা, অধ্যাপক সাবরিনা নাজ, অধ্যাপক মামুনুর রশিদ সরকার ও অধ্যাপক ওমর ফারুক।

সমিতিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সমিতির সভাপতি পদে বিভাগের সভাপতি অধ্যাপক সাবরিনা নাজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ফারজানা আশরাফী নীলা। সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ- সাধারণ সম্পাদক নূর এ আলম নয়ন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আরেফিন পলক, ক্রীড়া সম্পাদক রাফিউল হাসান, সহ- ক্রীড়া সম্পাদক মো. লাবু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার, সহ- সাংস্কৃতিক সম্পাদক সঞ্চিতা সরকার নীলাঞ্জনা, সহ-পত্রিকা সম্পাদক রিজওয়ান আহমেদ তাসিন, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. হাফসা খাতুন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ ইতি আক্তার রিমা।

এ ছাড়াও কমিটিতে বিভিন্ন বর্ষের ৭ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। তারা হলেন, আলিনুর বাদশা (মাস্টার্স), মিঠু রায় (৪ র্থ বর্ষ), রাকিবুল ইসলাম প্রামানিক (৩য় বর্ষ), রেদোয়ান মুন্সী (২য় বর্ষ), আশিক উল্লাহ সরকার (২য় বর্ষ), রাফিউল জান্নাত (১ম বর্ষ), নাঈম আশরাফ নিলয় (১ম বর্ষ)।

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৫,  3:49 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন বোটানি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী শিক্ষাবর্ষের জন্য এই সংগঠনে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করবে মো. তৌহিদুর রহমান (বাপ্পি ওবায়দুল্লাহ) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাকিব হাসান। এ দিকে কমিটির সভাপতি পদ বিভাগীয় সভাপতির জন্য নির্ধারিত।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সহ-পত্রিকা সম্পাদক রিজওয়ান আহমেস তাসিন।

বোটানি সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শহীদুল আলম, নির্বাচন কার্যক্রমে অংশ নেওয়া অন্যান্য শিক্ষকরা হলেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক মোছা: ফেরদৌসী বেগম, অধ্যাপক ফারজানা আশরাফি নীলা, অধ্যাপক সাবরিনা নাজ, অধ্যাপক মামুনুর রশিদ সরকার ও অধ্যাপক ওমর ফারুক।

সমিতিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সমিতির সভাপতি পদে বিভাগের সভাপতি অধ্যাপক সাবরিনা নাজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ফারজানা আশরাফী নীলা। সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ- সাধারণ সম্পাদক নূর এ আলম নয়ন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আরেফিন পলক, ক্রীড়া সম্পাদক রাফিউল হাসান, সহ- ক্রীড়া সম্পাদক মো. লাবু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার, সহ- সাংস্কৃতিক সম্পাদক সঞ্চিতা সরকার নীলাঞ্জনা, সহ-পত্রিকা সম্পাদক রিজওয়ান আহমেদ তাসিন, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. হাফসা খাতুন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ ইতি আক্তার রিমা।

এ ছাড়াও কমিটিতে বিভিন্ন বর্ষের ৭ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। তারা হলেন, আলিনুর বাদশা (মাস্টার্স), মিঠু রায় (৪ র্থ বর্ষ), রাকিবুল ইসলাম প্রামানিক (৩য় বর্ষ), রেদোয়ান মুন্সী (২য় বর্ষ), আশিক উল্লাহ সরকার (২য় বর্ষ), রাফিউল জান্নাত (১ম বর্ষ), নাঈম আশরাফ নিলয় (১ম বর্ষ)।