CKEditor 5 Sample
ঢাকা ০২ জানুয়ারি, ২০২৬

পারস্পরিক খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

#
news image

বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮ মাস পর দেখা হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। 

বঙ্গভবন সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের শপথ অনুষ্ঠানে। এরপর আর তাদের দেখা হয়নি।

প্রধান বিচারপতি জুবায়ের রহমানের শপথ অনুষ্ঠানে সকালে সাক্ষাৎ হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার। বঙ্গভবনের দরবার হলে তারা একসঙ্গে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পাঠ করান।

বঙ্গভবন সূত্রে আরও জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরের খোঁজ নেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু আক্ষেপের কথা বলেছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন বলে রয়টার্সকে জানান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এটাই ছিল প্রথম সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিযোগ ছিল প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ইউনূস তার সঙ্গে দেখা করেননি।

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  4:33 PM

news image

বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮ মাস পর দেখা হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। 

বঙ্গভবন সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের শপথ অনুষ্ঠানে। এরপর আর তাদের দেখা হয়নি।

প্রধান বিচারপতি জুবায়ের রহমানের শপথ অনুষ্ঠানে সকালে সাক্ষাৎ হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার। বঙ্গভবনের দরবার হলে তারা একসঙ্গে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পাঠ করান।

বঙ্গভবন সূত্রে আরও জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরের খোঁজ নেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু আক্ষেপের কথা বলেছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন বলে রয়টার্সকে জানান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এটাই ছিল প্রথম সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিযোগ ছিল প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ইউনূস তার সঙ্গে দেখা করেননি।