CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে ২৭ শতাংশ মানুষ

#
news image

ঢাকা : বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ২৭.২৪ শতাংশ মনে করেন, তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)’নামে জরিপটি প্রকাশ করা হয়। জরিপটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশের ৬৪টি জেলায় পরিচালিত হয়।

রাজনৈতিক মতামতের ক্ষেত্রে শহর ও গ্রামের বাসিন্দাদের মধ্যে তেমন পার্থক্য দেখা যায়নি। জরিপ অনুযায়ী, ২৭.৮৭ শতাংশ শহরবাসী এবং ২৬.৯৪ শতাংশ গ্রামবাসী মনে করেন, তারা দেশের রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করতে পারেন।

তবে লিঙ্গভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। সরকারের কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন ৩১.৮৬ শতাংশ পুরুষ, কিন্তু নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩.০২ শতাংশ।

এছাড়া রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব রাখার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন মাত্র ২১.১৯ শতাংশ নাগরিক। এই ক্ষেত্রেও পুরুষদের আত্মবিশ্বাস বেশি—২৬.৫৫ শতাংশ পুরুষ যেখানে এমনটি মনে করেন, সেখানে নারীদের মধ্যে এই হার ১৭.৮১ শতাংশ।

৮ লাখ ৩১ হাজার ৮০৭ জন ১৮ বছরের ঊর্ধ্বতন নাগরিকের ওপর পরিচালিত এই বিশাল পরিসরের জরিপে তথ্য সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৯২০টি প্রাথমিক নমুনা এলাকা এবং ৪৫ হাজার ৮৬৮টি গণনার এলাকা থেকে।

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৫,  9:29 PM

news image

ঢাকা : বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ২৭.২৪ শতাংশ মনে করেন, তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)’নামে জরিপটি প্রকাশ করা হয়। জরিপটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশের ৬৪টি জেলায় পরিচালিত হয়।

রাজনৈতিক মতামতের ক্ষেত্রে শহর ও গ্রামের বাসিন্দাদের মধ্যে তেমন পার্থক্য দেখা যায়নি। জরিপ অনুযায়ী, ২৭.৮৭ শতাংশ শহরবাসী এবং ২৬.৯৪ শতাংশ গ্রামবাসী মনে করেন, তারা দেশের রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করতে পারেন।

তবে লিঙ্গভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। সরকারের কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন ৩১.৮৬ শতাংশ পুরুষ, কিন্তু নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩.০২ শতাংশ।

এছাড়া রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব রাখার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন মাত্র ২১.১৯ শতাংশ নাগরিক। এই ক্ষেত্রেও পুরুষদের আত্মবিশ্বাস বেশি—২৬.৫৫ শতাংশ পুরুষ যেখানে এমনটি মনে করেন, সেখানে নারীদের মধ্যে এই হার ১৭.৮১ শতাংশ।

৮ লাখ ৩১ হাজার ৮০৭ জন ১৮ বছরের ঊর্ধ্বতন নাগরিকের ওপর পরিচালিত এই বিশাল পরিসরের জরিপে তথ্য সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৯২০টি প্রাথমিক নমুনা এলাকা এবং ৪৫ হাজার ৮৬৮টি গণনার এলাকা থেকে।