নিজস্ব প্রতিবেদক
২৯ জুন, ২০২৫, 5:07 PM
দেশে শিল্পের ভূমিকা অনস্বীকার্য হলেও ওয়াশিং প্লান্টের বর্জ্য দ্বারা প্রতিনিয়ত ড্রেন,খাল,বিল, নদী দূষণের ফলে মিঠা পানির দেশীয় জাতের সকল মাছ মরে যাচ্ছে।
সুজলা, সুফলা, শস্য, শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ। এদেশের পরিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রেখে আসছে আমাদের দেশের পুকুর, খাল, বিল, নদ-নদী। বেকারত্ব দূরীকরণ ও দেশকে স্বাবলম্বী করতে মৎস্য শিল্পের ভূমিকা অনস্বীকার্য। অথচ ওয়াশিং প্ল্যান্টের বর্জ্য ইটিভি না করে সরাসরি ড্রেনে/ জলাশয়ে ছেড়ে দিচ্ছে। ফলে আমাদের মিঠা পানির দেশীয় পুঁটি, কই, শিং,রুই, কাতল, বোয়াল ও অন্যান্য দেশীয় জাতের মাছ ও অন্যান্য প্রাণীর মৃত্যু হচ্ছে অবিরাম।ফলে মিঠাপানির দেশীয় আমিষযুক্ত মাছের ব্যাপক চাহিদা থাকলেও তা পূরণ হচ্ছে না। সাভার ও ধামরাইয়ে বংশী নদীতে ঢাকা থেকে স্থানান্তরিত হাজারীবাগের বিশ্রী দুর্গন্ধের ট্যানারী শিল্প। ওয়াশিং প্লান্টের বর্জ ও শিল্পের বর্জ্য প্রধান দুষণকারী হিসেবে কাজ করলেও প্লাষ্টিকের শক্ত বর্জ্য, বোতল, টায়ার টিউব, পরিত্যক্ত কাঁচামাল, আলকাতরা, জ্বালানী তেল, কাপড় ধোয়ার ময়লা, তারকাটা, পেরেক, কাঠ, পলিথিন, টুকরো কাপড়, খাদ্য ইত্যাদির ময়লা বিভিন্ন জলাশয় ও নদীকে দুষিত করছে। বাংলাদেশে ৫৬ হাজার বর্গমাইলে ১৯ কোটি মানুষের চাপ প্রবল বিরুপ অবস্থার সৃষ্টি করেছে। পরিবেশ তার অন্যতম ক্ষেত্র। কারণ ইটিভি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান অধিকাশ ওয়াশিং প্ল্যান্ট শিল্পে না থাকায় উৎপাদনে ব্যবহৃত পানি নানা রাসায়নিক উপাদানে দুষিত হয়ে সরাসরি খাল, বিল ও নদীতে পড়ছে। ঢাকা ও বড় বড় শহরে তা প্রবল হওয়াতে দৃশ্যমান, বাইরের স্থানগুলিতে তা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা কোন কিছু চরমে না উঠলে তাতে মনোযোগ দেয়া হয় না ।এই আইন বলবৎ করার সামর্থ্য অর্জন করা কর্তৃপক্ষের জন্য এক অলীক কল্পনা। তাছাড়া সামগ্রিক দুর্নীতির কারণে পরিবেশ আইন বলবৎ করা কারো পক্ষেই মুলত সম্ভব নয়। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন, ২০২৫, 5:07 PM
দেশে শিল্পের ভূমিকা অনস্বীকার্য হলেও ওয়াশিং প্লান্টের বর্জ্য দ্বারা প্রতিনিয়ত ড্রেন,খাল,বিল, নদী দূষণের ফলে মিঠা পানির দেশীয় জাতের সকল মাছ মরে যাচ্ছে।
সুজলা, সুফলা, শস্য, শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ। এদেশের পরিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রেখে আসছে আমাদের দেশের পুকুর, খাল, বিল, নদ-নদী। বেকারত্ব দূরীকরণ ও দেশকে স্বাবলম্বী করতে মৎস্য শিল্পের ভূমিকা অনস্বীকার্য। অথচ ওয়াশিং প্ল্যান্টের বর্জ্য ইটিভি না করে সরাসরি ড্রেনে/ জলাশয়ে ছেড়ে দিচ্ছে। ফলে আমাদের মিঠা পানির দেশীয় পুঁটি, কই, শিং,রুই, কাতল, বোয়াল ও অন্যান্য দেশীয় জাতের মাছ ও অন্যান্য প্রাণীর মৃত্যু হচ্ছে অবিরাম।ফলে মিঠাপানির দেশীয় আমিষযুক্ত মাছের ব্যাপক চাহিদা থাকলেও তা পূরণ হচ্ছে না। সাভার ও ধামরাইয়ে বংশী নদীতে ঢাকা থেকে স্থানান্তরিত হাজারীবাগের বিশ্রী দুর্গন্ধের ট্যানারী শিল্প। ওয়াশিং প্লান্টের বর্জ ও শিল্পের বর্জ্য প্রধান দুষণকারী হিসেবে কাজ করলেও প্লাষ্টিকের শক্ত বর্জ্য, বোতল, টায়ার টিউব, পরিত্যক্ত কাঁচামাল, আলকাতরা, জ্বালানী তেল, কাপড় ধোয়ার ময়লা, তারকাটা, পেরেক, কাঠ, পলিথিন, টুকরো কাপড়, খাদ্য ইত্যাদির ময়লা বিভিন্ন জলাশয় ও নদীকে দুষিত করছে। বাংলাদেশে ৫৬ হাজার বর্গমাইলে ১৯ কোটি মানুষের চাপ প্রবল বিরুপ অবস্থার সৃষ্টি করেছে। পরিবেশ তার অন্যতম ক্ষেত্র। কারণ ইটিভি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান অধিকাশ ওয়াশিং প্ল্যান্ট শিল্পে না থাকায় উৎপাদনে ব্যবহৃত পানি নানা রাসায়নিক উপাদানে দুষিত হয়ে সরাসরি খাল, বিল ও নদীতে পড়ছে। ঢাকা ও বড় বড় শহরে তা প্রবল হওয়াতে দৃশ্যমান, বাইরের স্থানগুলিতে তা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা কোন কিছু চরমে না উঠলে তাতে মনোযোগ দেয়া হয় না ।এই আইন বলবৎ করার সামর্থ্য অর্জন করা কর্তৃপক্ষের জন্য এক অলীক কল্পনা। তাছাড়া সামগ্রিক দুর্নীতির কারণে পরিবেশ আইন বলবৎ করা কারো পক্ষেই মুলত সম্ভব নয়। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিচ্ছে না।