CKEditor 5 Sample
ঢাকা ০২ জানুয়ারি, ২০২৬

হোমপেজকে নিজের মতো সাজাতে ইউটিউবে নতুন ফিচার

#
news image

ইউটিউবের হোম ফিড দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে আসছে। অ্যালগরিদমনির্ভর রেকমেন্ডেশন অনেক সময়ই সঠিকভাবে কাজ করে না, ফলে হোমপেজ ভরে ওঠে এমন সব ভিডিওতে, যেগুলো ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে মিলে না। এ অভিযোগকে গুরুত্ব দিয়ে এবার নতুন সমাধান আনছে প্ল্যাটফর্মটি—পরীক্ষামূলক চালু হয়েছে ‘ইউর কাসটম ফিড’ নামের ফিচার।

ইউটিউব জানায়, অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে প্ল্যাটফর্ম তাদের দেখার ধরন ঠিকভাবে বুঝতে পারে না। উদাহরণ হিসেবে বলা হচ্ছে—কয়েকটি বাচ্চাদের ভিডিও বা ডিজনি–ধারার কনটেন্ট দেখলেই ইউটিউব ধরে নেয় যে ব্যবহারকারী এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান। একটু পরেই পুরো হোম ফিড ভরে যায় একই ধরনের সুপারিশে।


এই সমস্যা দূর করতেই আনা হচ্ছে নতুন কাস্টমাইজেশন ব্যবস্থা। নির্বাচিত ব্যবহারকারীরা এখন হোম বাটনের পাশে একটি নতুন অপশন দেখছেন— ‘ইউর কাসটম ফিড’। সেখানে গিয়ে তারা পছন্দের বিষয় নিজে টাইপ করে দিতে পারবেন। রান্না, টেকনোলজি, ভ্রমণ, বই—যে কোনো ক্যাটেগরি লিখলেই ইউটিউব সেই বিষয়ের ওপর ভিত্তি করে ফিড সাজাবে। অর্থাৎ, ব্যবহারকারীর সরাসরি নির্দেশ অনুযায়ী অ্যালগরিদম কাজ করবে।


প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফিচারটি সাধারণের জন্য উন্মুক্ত হলে ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে। এতদিন অনাকাঙ্ক্ষিত ভিডিও থেকে বাঁচতে ব্যবহারকারীদের ‘ নট ইন্টারেস্টেড’ বা ‘ডোন্ট রেকমন্ডেড চ্যানেল’ অপশন ব্যবহার করে ফিড পরিষ্কার করতে হতো। নতুন ফিচার সেই প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

শুধু ইউটিউব নয়, অন্যান্য প্ল্যাটফর্মও ফিড–নিয়ন্ত্রণে ব্যবহারকারীদের বেশি ক্ষমতা দেওয়ার দিকে এগোচ্ছে। মেটার থ্রেডস অ্যালগরিদম কন্ট্রোল ফিচার পরীক্ষা করছে, আর এক্স (সাবেক টুইটার) কাজ করছে এমন একটি সিস্টেমে যা ব্যবহারকারী গ্রোক এআই বটকে ট্যাগ করলেই ফিড বদলে দেবে।

এ মুহূর্তে ‘ইউর কাসটম ফিড’ সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে পৌঁছেছে। সফলভাবে পরীক্ষার ফল মিললে এটি বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইউটিউব এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বিশেষজ্ঞরা মনে করছেন—অ্যালগরিদম নিয়ে দীর্ঘদিনের সমালোচনা কাটাতে এই ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৫,  3:58 PM

news image

ইউটিউবের হোম ফিড দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে আসছে। অ্যালগরিদমনির্ভর রেকমেন্ডেশন অনেক সময়ই সঠিকভাবে কাজ করে না, ফলে হোমপেজ ভরে ওঠে এমন সব ভিডিওতে, যেগুলো ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে মিলে না। এ অভিযোগকে গুরুত্ব দিয়ে এবার নতুন সমাধান আনছে প্ল্যাটফর্মটি—পরীক্ষামূলক চালু হয়েছে ‘ইউর কাসটম ফিড’ নামের ফিচার।

ইউটিউব জানায়, অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে প্ল্যাটফর্ম তাদের দেখার ধরন ঠিকভাবে বুঝতে পারে না। উদাহরণ হিসেবে বলা হচ্ছে—কয়েকটি বাচ্চাদের ভিডিও বা ডিজনি–ধারার কনটেন্ট দেখলেই ইউটিউব ধরে নেয় যে ব্যবহারকারী এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান। একটু পরেই পুরো হোম ফিড ভরে যায় একই ধরনের সুপারিশে।


এই সমস্যা দূর করতেই আনা হচ্ছে নতুন কাস্টমাইজেশন ব্যবস্থা। নির্বাচিত ব্যবহারকারীরা এখন হোম বাটনের পাশে একটি নতুন অপশন দেখছেন— ‘ইউর কাসটম ফিড’। সেখানে গিয়ে তারা পছন্দের বিষয় নিজে টাইপ করে দিতে পারবেন। রান্না, টেকনোলজি, ভ্রমণ, বই—যে কোনো ক্যাটেগরি লিখলেই ইউটিউব সেই বিষয়ের ওপর ভিত্তি করে ফিড সাজাবে। অর্থাৎ, ব্যবহারকারীর সরাসরি নির্দেশ অনুযায়ী অ্যালগরিদম কাজ করবে।


প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফিচারটি সাধারণের জন্য উন্মুক্ত হলে ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে। এতদিন অনাকাঙ্ক্ষিত ভিডিও থেকে বাঁচতে ব্যবহারকারীদের ‘ নট ইন্টারেস্টেড’ বা ‘ডোন্ট রেকমন্ডেড চ্যানেল’ অপশন ব্যবহার করে ফিড পরিষ্কার করতে হতো। নতুন ফিচার সেই প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

শুধু ইউটিউব নয়, অন্যান্য প্ল্যাটফর্মও ফিড–নিয়ন্ত্রণে ব্যবহারকারীদের বেশি ক্ষমতা দেওয়ার দিকে এগোচ্ছে। মেটার থ্রেডস অ্যালগরিদম কন্ট্রোল ফিচার পরীক্ষা করছে, আর এক্স (সাবেক টুইটার) কাজ করছে এমন একটি সিস্টেমে যা ব্যবহারকারী গ্রোক এআই বটকে ট্যাগ করলেই ফিড বদলে দেবে।

এ মুহূর্তে ‘ইউর কাসটম ফিড’ সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে পৌঁছেছে। সফলভাবে পরীক্ষার ফল মিললে এটি বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইউটিউব এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বিশেষজ্ঞরা মনে করছেন—অ্যালগরিদম নিয়ে দীর্ঘদিনের সমালোচনা কাটাতে এই ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।