নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, 5:56 PM
শ্রমিক আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি ও শক্তিশালী করার লক্ষ্যে আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS)-এর উদ্যোগে এবং এফইএস (FES) বাংলাদেশের সহায়তায় অ্যাকাডেমি অব ওয়ার্ক (AoW)-এর যুব ট্রেড ইউনিয়ন সংগঠকদের একটি প্রাক্তনী সম্মেলন রাজধানীর সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল AoW প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের জ্ঞান এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা, পাশাপাশি তাদের মধ্যে একটি স্থায়ী সংযোগ তৈরি করা যাতে তারা ভবিষ্যতে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতে সু-প্রস্তুত থাকে।
উদ্বোধনী অধিবেশন ও বক্তাদের বক্তব্য
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিলস-এর নির্বাহী পরিচালক এবং শ্রম সংস্কার কমিশন-২০২৪-এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গারডেস এবং সূচনা বক্তব্য উপস্থাপন করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার।
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ আশা প্রকাশ করেন যে, এই তরুণ নেতৃবৃন্দ শ্রমিকদের শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত করার জন্য কাজ করবে এবং শ্রমক্ষেত্রে তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি, একাডেমিক জ্ঞান অর্জন, অন্যদের সাথে সহভাগ এবং নিজেদের মধ্যে ও বিভিন্ন ফেডারেশনের মধ্যে একটি শক্তিশালী সংযোগ ও ঐক্য গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন।
বক্তাদের প্রত্যাশা: অধিবেশনে বক্তারা আশা প্রকাশ করেন যে, ট্রেড ইউনিয়নের আজকের যুব নেতৃবৃন্দ আগামীকালের ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবেন। এই সম্মেলন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কর্ম সম্পর্ক সমৃদ্ধ করার জন্য একটি মূল্যবান মিলনমেলা হিসেবে কাজ করবে।
আলোচনায় অংশ নেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ. কে. এম. নাসিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বিলস নির্বাহী পরিষদ সম্পাদক শাকিল আখতার চৌধুরী সহ শিক্ষাবিদ ও ট্রেড ইউনিয়নের জ্যেষ্ঠ নেতারা।
উল্লেখ্য, ২০১৭ সালে অ্যাকাডেমি অব ওয়ার্ক চালু হয় এবং ২০২৩ সালে এর প্রাক্তন ছাত্র নেটওয়ার্ক কার্যকর অ্যাডভোকেসি ও আলোচনার মাধ্যমে শ্রমিকদের অধিকার বিষয়ে প্রচারণার কাজ শুরু করে।
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, 5:56 PM
শ্রমিক আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি ও শক্তিশালী করার লক্ষ্যে আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS)-এর উদ্যোগে এবং এফইএস (FES) বাংলাদেশের সহায়তায় অ্যাকাডেমি অব ওয়ার্ক (AoW)-এর যুব ট্রেড ইউনিয়ন সংগঠকদের একটি প্রাক্তনী সম্মেলন রাজধানীর সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল AoW প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের জ্ঞান এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা, পাশাপাশি তাদের মধ্যে একটি স্থায়ী সংযোগ তৈরি করা যাতে তারা ভবিষ্যতে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতে সু-প্রস্তুত থাকে।
উদ্বোধনী অধিবেশন ও বক্তাদের বক্তব্য
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিলস-এর নির্বাহী পরিচালক এবং শ্রম সংস্কার কমিশন-২০২৪-এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গারডেস এবং সূচনা বক্তব্য উপস্থাপন করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার।
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ আশা প্রকাশ করেন যে, এই তরুণ নেতৃবৃন্দ শ্রমিকদের শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত করার জন্য কাজ করবে এবং শ্রমক্ষেত্রে তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি, একাডেমিক জ্ঞান অর্জন, অন্যদের সাথে সহভাগ এবং নিজেদের মধ্যে ও বিভিন্ন ফেডারেশনের মধ্যে একটি শক্তিশালী সংযোগ ও ঐক্য গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন।
বক্তাদের প্রত্যাশা: অধিবেশনে বক্তারা আশা প্রকাশ করেন যে, ট্রেড ইউনিয়নের আজকের যুব নেতৃবৃন্দ আগামীকালের ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবেন। এই সম্মেলন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কর্ম সম্পর্ক সমৃদ্ধ করার জন্য একটি মূল্যবান মিলনমেলা হিসেবে কাজ করবে।
আলোচনায় অংশ নেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ. কে. এম. নাসিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বিলস নির্বাহী পরিষদ সম্পাদক শাকিল আখতার চৌধুরী সহ শিক্ষাবিদ ও ট্রেড ইউনিয়নের জ্যেষ্ঠ নেতারা।
উল্লেখ্য, ২০১৭ সালে অ্যাকাডেমি অব ওয়ার্ক চালু হয় এবং ২০২৩ সালে এর প্রাক্তন ছাত্র নেটওয়ার্ক কার্যকর অ্যাডভোকেসি ও আলোচনার মাধ্যমে শ্রমিকদের অধিকার বিষয়ে প্রচারণার কাজ শুরু করে।