CKEditor 5 Sample
ঢাকা ০৩ জানুয়ারি, ২০২৬

বিস্কুটে-পাউরুটিতে গতবছরের চাইতে বেশী ভ্যাট বসবে না: অর্থ উপদেষ্টা

#
news image

পাউরুটি-বিস্কুটে ভ্যাট বাড়লে সাধারণ মানুষ এফেক্টেড হয় জানিয়ে এবারও গতবছর বা তার আগের বছরের তুলনায় বেশী ভ্যাট বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। শহুরে মধ্যবিত্তদের সুপারশপগুলোতে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, অন্যদিকে গরীবের খাবার পাউরুটি, বিস্কুট, কেকের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। এটা বৈষম্য কীনা উপস্থাপকের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি। 
রবিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত টকশোতে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আজ (সোমবার) ২রা জুন অন্তর্বর্তী সরকারের বাজেট উপস্থাপন বিষয়ে জানতে এ টকশোর আয়োজন করা হয়। 
তিনি বলেন, বিস্কুটে একটু ভ্যাট বাড়লে মনে হয় না গরীবের অসুবিধা হবে। তবুও আমি বলছি না, এটা যৌক্তিক। পাউরুটি সবাইকে প্রভাবিত করে। বড়লোককে যেমন করে, একই সাথে গরীবকেও করে। তবে আমরা সহনীয় করার চেষ্টা করছি। তবুও আমরা পলিসি যখন দেবো তখন চিন্তা-ভাবনা করে…। তবে আমার মনে হয় না, বিস্কুট-পাউরুটি, কেকে গতবার বা অন্যান্য বারের চাইতে ভ্যাট বেশী হবে। একদিকে আমরা ট্যাক্স বসাচ্ছি, আবার অন্যদিকে কনসেশনও দিচ্ছি। আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি। 
সরকারের করনীতির কারণে কী আমাদের দেশের খাদ্য নিরাপত্তা গত নয় মাসে আরো একটু জটিল হলো কীনা এমন প্রশ্নে তিনি বলেন, এবার আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গম, চান, সয়াবিন, মশুর ডাল সহ অনেক কিছু আমদানি করেছি। আমরা চেষ্টা করছি, সরকারের সংগ্রহটা আরেকটু শক্ত করতে। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন একদম তলানিতে ছিলো। আমরা এটাকে সন্তোষজনক পযায়ে নিয়ে আসছি। 
আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ছে, চালের দাম একটু কম, সয়াবিনের দাম বেড়েছিলো, এটা কমেছে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য।

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৫,  5:32 PM

news image

পাউরুটি-বিস্কুটে ভ্যাট বাড়লে সাধারণ মানুষ এফেক্টেড হয় জানিয়ে এবারও গতবছর বা তার আগের বছরের তুলনায় বেশী ভ্যাট বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। শহুরে মধ্যবিত্তদের সুপারশপগুলোতে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, অন্যদিকে গরীবের খাবার পাউরুটি, বিস্কুট, কেকের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। এটা বৈষম্য কীনা উপস্থাপকের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি। 
রবিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত টকশোতে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আজ (সোমবার) ২রা জুন অন্তর্বর্তী সরকারের বাজেট উপস্থাপন বিষয়ে জানতে এ টকশোর আয়োজন করা হয়। 
তিনি বলেন, বিস্কুটে একটু ভ্যাট বাড়লে মনে হয় না গরীবের অসুবিধা হবে। তবুও আমি বলছি না, এটা যৌক্তিক। পাউরুটি সবাইকে প্রভাবিত করে। বড়লোককে যেমন করে, একই সাথে গরীবকেও করে। তবে আমরা সহনীয় করার চেষ্টা করছি। তবুও আমরা পলিসি যখন দেবো তখন চিন্তা-ভাবনা করে…। তবে আমার মনে হয় না, বিস্কুট-পাউরুটি, কেকে গতবার বা অন্যান্য বারের চাইতে ভ্যাট বেশী হবে। একদিকে আমরা ট্যাক্স বসাচ্ছি, আবার অন্যদিকে কনসেশনও দিচ্ছি। আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি। 
সরকারের করনীতির কারণে কী আমাদের দেশের খাদ্য নিরাপত্তা গত নয় মাসে আরো একটু জটিল হলো কীনা এমন প্রশ্নে তিনি বলেন, এবার আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গম, চান, সয়াবিন, মশুর ডাল সহ অনেক কিছু আমদানি করেছি। আমরা চেষ্টা করছি, সরকারের সংগ্রহটা আরেকটু শক্ত করতে। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন একদম তলানিতে ছিলো। আমরা এটাকে সন্তোষজনক পযায়ে নিয়ে আসছি। 
আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ছে, চালের দাম একটু কম, সয়াবিনের দাম বেড়েছিলো, এটা কমেছে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য।