নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৫, 3:00 PM
গতকাল শুক্রবার রাজধানীর ঐতিহাসিক ও গৌরবময় এলাকায়, মিডফোর্ডে চাঁদা না দেওয়ায় একজন নাগরিককে নৃশংসভাবে হত্যা করার মতো বর্বর, হৃদয়বিদারক এবং অমানবিক ঘটনায় জাতীয় পার্টি গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছে। শিনিবার দফতর সম্পাদক আ: রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ ঘটনায় জাতীয় পার্টির সিনিয়ার কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু এক যৌথ বিবৃতিতে বলেন:
“আমরা স্তব্ধ, ব্যথিত ও স্তব্ধ। একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে প্রকাশ্যে চাঁদা আদায় এবং তার বিরোধিতা করায় একজন নিরীহ নাগরিককে জীবন দিতে হবে - এটা কল্পনাতীত। এমন অমানবিকতা, এমন হিংস্রতা আমাদের মানবিক মূল্যবোধ, সমাজের নৈতিকতা এবং আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।”
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে। যারা এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা শুধু একজন মানুষকে হত্যা করেনি, তারা রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের বিশ্বাসকেই রক্তাক্ত করেছে।
জাতীয় পার্টি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহŸান জানায়।
আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং প্রতিশ্রæতি দিচ্ছি-এই অন্যায়ের বিরুদ্ধে জাতীয় পার্টি সবসময় সোচ্চার থাকবে। এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেটাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৫, 3:00 PM
গতকাল শুক্রবার রাজধানীর ঐতিহাসিক ও গৌরবময় এলাকায়, মিডফোর্ডে চাঁদা না দেওয়ায় একজন নাগরিককে নৃশংসভাবে হত্যা করার মতো বর্বর, হৃদয়বিদারক এবং অমানবিক ঘটনায় জাতীয় পার্টি গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছে। শিনিবার দফতর সম্পাদক আ: রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ ঘটনায় জাতীয় পার্টির সিনিয়ার কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু এক যৌথ বিবৃতিতে বলেন:
“আমরা স্তব্ধ, ব্যথিত ও স্তব্ধ। একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে প্রকাশ্যে চাঁদা আদায় এবং তার বিরোধিতা করায় একজন নিরীহ নাগরিককে জীবন দিতে হবে - এটা কল্পনাতীত। এমন অমানবিকতা, এমন হিংস্রতা আমাদের মানবিক মূল্যবোধ, সমাজের নৈতিকতা এবং আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।”
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে। যারা এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা শুধু একজন মানুষকে হত্যা করেনি, তারা রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের বিশ্বাসকেই রক্তাক্ত করেছে।
জাতীয় পার্টি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহŸান জানায়।
আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং প্রতিশ্রæতি দিচ্ছি-এই অন্যায়ের বিরুদ্ধে জাতীয় পার্টি সবসময় সোচ্চার থাকবে। এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেটাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।